পাতা:বিদায়-আরতি.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

তোমার সাড়ায় তরুণ প্রাণের যে বন্যা আজ জলে-স্থলে,
ক্ষতির কথা ভুলিয়ে দিতে হাস্‌ছে তারা নানান্‌ ছলে।
তোমার সাড়ায় উল্টে গেল শূন্য-শয়ান্‌ জলের দ্রোণী,
সোহাগ-দ্রোণীর ঝর্ণা-ধারায় আর্দ্র ভুবন দিন রজনী।
লক্ষ ব্যথার প্রসব তুমি, সূর্য্যে নিবায় তোমার গাথা,
বজ্র! তুমি দর্পহারী, খড়গ তুমি অভয় দাতা!
তোমার বোধন গাইছে কবি, গাইবে কবি সকল কালে,
জীবন-লোকে বরণ তোমার দীপক রাগে রুদ্রতালে!


কবি দেবেন্দ্র

শামার শিশে সুরের স্তবক হেন
প্রাণ ছিল যার গানের উছাস-ভরা,
কণ্ঠ তাহার হঠাৎ নীরব কেন,
শিউলি-বীথির শেষ বুঝি ফুল-ঝরা।
বাজ্‌ল কখন বিসর্জ্জনের বাঁশী,
আঁধার এল মুগ্ধ আঁখির ’পরে;
গোলাপ যখন ফুট্‌ছে রাশি রাশি
গোলাপ-ফুলের ভক্ত গেল মরে’!
মিলিয়ে গেল মরণ-হারা গানে;
ঝর্ণা হ’ল হঠাৎ গতিহারা;
যম নিয়মের তপ্ত মরুস্থানে
হারিয়ে গল সরস্বতীর ধারা।

৬৮