পাতা:বিদায়-আরতি.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চর্‌কার গান

চর্‌কার ঘর্ঘর পল্লীর ঘর-ঘর।
ঘর ঘর ঘি’র দীপ,—আপনায় নির্ভর।
পল্লীর উল্লাস জাগ্‌ল সাড়া,—
দাঁড়া আপনার পায়ে দাঁড়া!

 *  *  *

আর নয় আইঢাই টিস্‌-টিস্‌ দিন-ভর,
শোন্‌ বিশকর্ম্মার বিস্ময়-মন্তর!
চর্‌কার চর্য্যায় সন্তোষ মন্‌টায়,
রোজগার রোজদিন ঘণ্টায় ঘণ্টায়!
চরকার ঘর্ঘর বস্তির ঘর-ঘর!
ঘর-ঘর মঙ্গল,—আপনায় নির্ভর।
বন্দর-পত্তন গঞ্জে সাড়া,—
দাঁড়া আপনার পায়ে দাড়া!

 *  *  *

চর্‌কায় সম্পদ্‌, চর্‌কায় অন্ন,
বাংলার চর্‌কায় ঝল্‌কায় স্বর্ণ!
বাংলার মস্‌লিন্‌ বোগদাদ্‌ রোম চীন
কাঞ্চন-তৌলেই কিন্‌তেন একদিন।
চর্‌কার ঘর্ঘর শ্রেষ্ঠীর ঘর-ঘর।
ঘর-ঘর সম্পদ্‌— আপনায় নির্ভর!
সুপ্তের রাজ্যে দৈবের সাড়া,—
দাঁড়া আপনার পায়ে দাঁড়া!

 *  *  *

চর্‌কাই লজ্জার সজ্জার বস্ত্র।
চর্‌কাই দৈন্যের সংহার-অস্ত্র।
চর্‌কাই সস্তান চর্‌কাই সম্মান।
চর্‌কায় দুঃখীর দুঃখের শেষ ত্রাণ।

৭৫