পাতা:বিদায়-আরতি.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সেবা-সাম

সত্য সাধক! এগিয়ে এস জ্ঞানের পূজারী,
অজ্ঞমনের অন্ধগুহায় আলোক বিথারি’।
শিল্পী। কবি! সুন্দরেরি জাগাও সুষমা,—
অশোভনের আভাস — হ’তে দিয়ে না জমা।
কর্ম্মী। আনো সুধার কলস সিন্ধু মথিয়া।
দুঃস্থ জনে সুস্থ কর আনন্দ দিয়া।
সুখী! তোমার সুখের ছবি পূর্ণ হ’তে দাও,
দুখী-হিয়ার দুঃখ হর হরফ যদি চাও।
নইলে মিছে শ্মশানে আর বাজিয়ে ন বাঁশী,
হেস না ঐ অর্থবিহীন বীভৎস হাসি।
এস ওঝা! ভূতের বোঝা নামাও এবারে,
নিজের রুগ্ন অঙ্গ জেনে রোগীর সেবা রে।
জীবনে হোক্‌ সফল নব ত্রিবিদ্যা-সাধন,—
সহজ সেবা, সরল প্রীতি, চিত্ত-প্রসাধন।

 *  *  *

বিশ্বদেবের বিরাট্‌ দেহে আমরা করি বাস,—
তপন-তারার নয়ন-তারার একটি নীলাকাশ।
এক বিন দুই জানেনাকো একের উপাসক,
সবাই সফল না হ’লে তাই হব না সার্থক্‌।
নিখিল-প্রাণের সঙ্গে মোদের ঐক্য-সাধনা,
হিয়ার মাঝে বিশ্ব-হিয়ার অমৃত-কণা।
সবার সাথে যুক্ত আছি চিত্তে জেনেছি—
প্রীতির রঙে সেবার রাখী রাঙিয়ে এনেছি—
কাজ পেয়েছি, লাজ গিয়েছে, মেতেছে আজ প্রাণ,
চিত্তে ওঠে চিরদিনের চিরনূতন গান।

৭৯