পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ। . రిసి হইতে কোন একটা নূতন দ্রব্য তাঁহাদের দেশে গেল। তাহারা নির্দিষ্ট কয়েক বৎসরের জন্ত ঐ দ্রব্যের উপর শুষ্ক বসাইয়া দেয়। সেই কয় বৎসরের মধ্যে তাহীদের দেশের শিল্পীরা ঐ দ্রব্যটা প্রস্তুত করিবার চেষ্টা করে, তাহীদের চেষ্টা সফল হইলে শুষ্ক উঠাইয়া লওয়া হয় । অতএব দেখা যাইতেছে যে, স্বাধীন বাণিজ্য প্রথাটী দেশীয় শিল্পোন্নতির ব্যাঘাতক এবং অনর্থক অর্থহানিকর । কিন্তু ইংরাজ সাধারণ লোকের কথা দূরে থাকুক, ঐ জাতির বার্তাশাস্ত্র বিশারদ পণ্ডিতেরা স্বাধীন বাণিজ্য প্রণালীর যথার্থ প্রকৃতি বুঝিতে পারেন নাই—অন্ততঃ এতদিন পারেন নাই। কিন্তুষাই জৰ্ম্মণী ও আমেরিক প্রভৃতি অন্যান্য দেশের শিল্পোৎপন্ন দ্রব্য র্তাহীদের তুলা অথবা তাহাদিগের অপেক্ষ উৎকৃষ্ট হইছে আরম্ভ হইয়াছে অমনি কেহ কেহ দেখিতে পাইতেছেন যে, স্বাধীন বাণিজ্য প্রথাটী বিশুদ্ধ প্রথা নয়, প্রত্যুত উহার প্রতি তাহদের যে ভক্তিটা ছিল তাহা নিতান্ত অপসিদ্ধান্তমুলক ! স্বাধীন চিন্তা । কোন সময়ে পল্লিগ্রামনিবাসী একজন বর্ষীয়ান আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন—“তুমি ইংরাজদিগের মধ্যে এ অমুক ও অমুক বলিয়া চিনিতে পার কিরূপে ? ওদের ত সকলেরই বর্ণ, গঠন, পরিচ্ছদ একরূপ !” এ কথাটাতে একটা প্রকৃত তথ্য নিহিত আছে। সাদৃশ্যোপলব্ধি সামান্য জ্ঞানমূলক, বৈসাদৃশ্যোপলব্ধি বিশেষ জ্ঞানমূলক। দূর হইতে দেখিলে পরস্পর বিসদৃশ বস্তুজাতকে পরস্পর সদৃশ বোধ হয়, নিকটে আসিয়া দেখিলে পরস্পর সদৃশ বস্তুর মধ্যেও যে স্বক্ষ ভিন্নতা আছে তাছা উপলব্ধ হইয় উঠে। ইংরাজের ভারতবর্ষে রাজ্য করিতেছেন, ভারতবর্ষীয়দিগের অনেক সংস্রবে আসিতেছেন, আমাদিগের ভাষা ও কেহ কেহ শিখিতেছেন, এবং কেহ কেহ বা আমাদিগের শাস্ত্রাদি সমালোচনা করিতেছেন। কিন্তু যতই করুন তাহারা ভিন্নজাতীয়, ভিন্নধৰ্ম্মাবলম্বী, ভিন্নরুচি, ভিন্নপ্রকৃতি । তাহার কখনই ভারতবাসীর তেমন ঘনিষ্ঠ হইতে পারেন না। এবং সেই জন্ত র্তাহারা ভারতবাসী জনগণের মধ্যে পরস্পর সাদৃশু ভাবই অধিক বলিয়া মনে করেন । _র্তাহারা বলেন ভারতবাসীদিগের মধ্যে গতানুগতিকতাই প্রবল, উহাদিগের মধ্যে স্বাধীন চিন্তু এবং স্বাতন্ত্রিকতা অল্প । যখন ইংরাজ এই কথা বলিলেন