পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ । >ミQ অপেক্ষাকৃত অল্পকাল মধ্যে সম্পন্ন করিতে পরিবে। তাঁহা ন হইলেই যে পারিবে না এমন নহে। তবে মধ্য পথে অনেক বিঘ্ন বিপত্তি হইবে, কখন কখন শত্রুপক্ষীয়ের হাসিবে আর মিত্রপক্ষীয়ের নিরাশ হইয়া পড়িবে। কিন্তু যদি সত্য অসত্য হইতে বলবান, অস্বার্থপরতা স্বার্থপরতা হইতে শ্রেষ্ঠ এবং বিশুদ্ধ জ্ঞানমার্গ অবিশুদ্ধ ভাব মার্গ হইতে উৎকৃষ্ট হয় তবে হিন্দু সমাজ অবশুই উহার মূল উদ্দেশু সিদ্ধ করিবে, ভারতবর্ষীয় অপরাপর সকল সমাজগুলিকে আত্মসাৎ করিবে, এবং ইউরোপ খণ্ডাদি পৃথিবীময় প্রকৃত জ্ঞানের এবং ধৰ্ম্মের আলোক বিকীর্ণ করিবে । বেকন, ডেকার্ট, কাণ্ট প্রভৃতির। যে পৰ্য্যন্ত জ্ঞানমার্গ পরিষ্কার করিয়া গিয়াছেন, হিন্দু শাস্ত্রের জ্যোতিঃ তাহা অতিক্রম করিয়া উঠিবে এবং হিন্দু চীন জাপান প্রভৃতি আসিয়া খণ্ডকে যেমন ধৰ্ম্ম জ্যোতিঃ দিয়াছে তাহা অপেক্ষা ও বিশুদ্ধতর, তীব্রতর, রমণীয়তর জ্যোতিঃ ইউরোপে বিকীর্ণ করিবে । জৰ্ম্মণ দার্শনিক সোপেনহার বলিয়াছেন, “যেমন গ্ৰীসদেশ হইতে ইউরোপ যত বিদ্যালোক প্রাপ্ত হইয়াছিল, আবার ভারতবর্ষ হইতে তাহার অপেক্ষাও অধিকতর উজ্জল আলোক পাইবে— আমার জীবনের সুখ এবং মৃত্যুর সম্বল যে ভারতবর্ষীয় উপনিষদ গ্রন্থনিচয় তাহা অনধিক কাল মধ্যে ইউরোপীয় এবং অন্যান্ত জাতীয় সকল গ্রন্থের উপরিভাগে অতি গৌরবে আসন পরিগ্রহণ করিবেই করিবে।” সামাজিক ব্যবস্থা । সমাজে ব্যবস্থার প্রয়োজন দুইট কারণে হয় । এক কারণ সমাজান্তর্গত জনগণের সংখ্যা বৃদ্ধি নিবন্ধন উপযুক্ত পরিমাণে খাদ্য সামগ্রীর অভার ; দ্বিতীয় কারণ, ভিন্ন সমাজের সহিত সংঘর্ষ। প্রথম কারণ হইতে সমাজান্তর্গত যাবতীয় নিয়মের উৎপত্তি। খাদ্য সামগ্রীর পরিমাণের সহিত জনসংখ্যার সমীকরণ দুই প্রকারে হইতে পারে—(১) খাদ্য সামগ্রীর পরিমাণ বাড়াইয়া এবং (২) জনসংখ্যা অতিবদ্ধিত হইতে না দিয়া । সকল সমাজে ঐ দুইটী অবলম্বিত হইয়া থাকে। তবে সমাজের মূল প্রকৃতি অনুসারে ঐ পথগুলি বিভিন্ন হয় । খাদ্য সামগ্রীর পরিমাণ বৃদ্ধি করার প্রথম উপায় ভূম্যাদিতে স্বত্বসংস্থাপন। তাহ (১) অনাবাদী ভূমির আবাদ দ্বারা হয়, আর (২) আবাদী ভূমির কৃষির পারিপাট্য বৃদ্ধি করিয়া হয়। দেশের ভূমি হইতেই মনুষ্যের জীবনোপায়, অতএব ভূমির উৎপাদিকাশক্তি বৃদ্ধি করিবার নিমিত্ত উহাতে স্বত্ব নিরূপণ হয়। স্বত্ব সংস্থাপিত্ত