পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ । ১৯ জানে, সে ইংরাজী বুঝে না। আবার যে ইংরাজী মাত্র জানে, সেও কদাপি রাঙ্গাল বা পারসী কথা বুঝিতে পারে না । কিন্তু পণ্ডিতেরা স্থির করিয়াছেন যে, মনুষ্যদিগের মধ্যে যত প্রকার ভাষা প্রচলিত আছে, সকলই কতিপয় মূলভাষা হইতে উৎপন্ন। ঐ মূল ভাষাগুলির অবাস্তরভেদে অপরাপর সমস্ত ভাষা জন্মিয়াছে। চমতকারের বিষয় এই যে, প্রাকৃতিক বর্ণ ভেদের অনুক্রমেই মনুষ্যদিগের ভাষাভেদও হইয়াছে । পূৰ্ব্বোক্ত মূল ভাষার মধ্যে এক প্রকারের নাম আৰ্য্য বা ‘ইরাণী । কেহ কেহ ইহাকে ‘হিন্দু ইউরোপীয় বলিয়া আখ্যাত করিয়া থাকেন। এই ভাষা এক্ষণে কোন দেশবিশেষে প্রচলিত নাই । এরূপ অনুমান করা যাইতে পারে যে, আসিয়া খণ্ডের মধ্যে তাতার দেশের অন্তর্গত হিন্দুকুশ নামক পৰ্ব্বতের দ্রোণীভূমি সকলে হিন্দু ইউরোপীয় জাতিদিগের আদিম পুরুষের বাস করিতেন, এবং সেই দেশে হিন্দু-ইউরোপীয় ভাষাগুলির মুলু ভাষা কোন কালে প্রচলিত ছিল। ঐ হিন্দুকুশ পৰ্ব্বতমালার দ্রোণীদেশ্ব হইতে দক্ষিণে হিন্দু এবং পারসিক, পশ্চিমে এবং পশ্চিমোত্তরে কেল্ট ও টিউটোনীয় এবং সুবোনিক জাতি সমস্ত বিভিন্ন সময়ে নির্গত হইয়া গিয়াছিল। এই জন্য অর্থাৎ মূল এক হওয়াতে ঐ স্কল বিভিন্ন জাতীয়দিগের ভাষার প্রধান লক্ষণ একইরূপ হইয়া আছে । আর্য্য বা হিন্দু ইউরোপীয় ভায়ায় এই কয়েকট প্রধান প্রধান শাখ আছে যথা,-১ম, সংস্কৃত, এতদেশপ্রচলিত ; ২য়, জেন্দ, প্রাচীন পারসিকদিগের ব্যবহৃত ; ৩য়, লাটিন, অতি প্রসিদ্ধ রোমক জাতীয়দিগের ভাষা ; ৪র্থ, গ্রীক, বিখ্যাত গ্ৰীকজাতির ভাষা ; ৫ম, সাবোনিক রুসীয় সাম্রাজ্যান্তর্গত বহু দেশে গ্রচলিতৃ ; ৬ষ্ঠ, লেটিস, লিথুয়ানিয়া প্রদেশে ব্যবহৃত , ৭ম, গথিক, ইহা হইতে জৰ্ম্মং ভাষা সমুদয় জন্মিয়াছে ; ৮ম, কেণ্টিক, এই ভাষা রোমীয়: দিগের সময়ে ইউরোপের বৃহস্থলে প্রচলিত ছিল ; এখন ওয়েলস, আয়লও ও অপরাপর স্থানে প্রচলিতৃ আছে। এই সকল ভাষার অনেক কথারই মূল এক বুলিয়ু বোধ হয় । দেশভেদে উচ্চারণগত বৈলক্ষণ্য প্রযুক্তই উহা: দিগের শূন্দ্র সকল বিভিন্নরূপে শ্রত হইয়া থাকে। পরন্তু কোন ভাষায় উচ্চারণের ক্লিকুপ বৈলক্ষণ্য হয়, পণ্ডিতেরা তাহারও অনেক নিয়ম নির্দেশ করিয়াছেন। সুতরাং উক্ত আটটা ভাষার মধ্যে যে কোন ভাষায় হউক স্না কেন্ন একটা শব্দ বলিলে, অপর কোন ভাষায় সেই শব্দটা কিরূপে