পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ । بر ۰ لا নিজ অংশে ভূমিতলে অবতীর্ণ হুইয়া পুত্ৰাঞ্ছিনীরূপে স্বয়ং আমাকে সম্যক আরাধনা পূর্বক কামদেবকে জন্মাইবেন। অতএব হে নরেন্দ্ৰ ! সেই দেবী গৌরী চণ্ডমহাসেনমুত বাসবদত্ত হইয়াজন্মিয়াছেন, এবং তোমার झश्वॆिौ कुङ्गेब्रायझन । তবেই জানা গেল যে, রাজী বাসবদত্ত সাক্ষাৎ গৌরী বা আদ্যা প্রকৃতির অংশস্বরূপ । ইহাও জানা গেল যে, ইনিই কামদেব জননী, সুতরাং শ্ৰীকৃষ্ণের প্রধান রমণী প্রদ্যুম্ন-মাতা রুক্মিণী দেবী হইতে অভিন্ন। কিন্তু উদ্ধৃত শ্লোকে শিব বলিতেছেন, ইনি সাক্ষাৎ আমাকে আরাধনা করিয়া _কামদেবকে পুত্ররূপে পাইবেন। তাহা হইলে হরি ছুরের যে অভিন্নতা তাহাও এক প্রকার প্রতিপন্ন হুইল। রত্নাবলীর নান্দীর তৃতীয় শ্লোকটীরও দুই পক্ষে—অর্থাৎ কৃষ্ণপক্ষে এবং শিবপক্ষে—সমান অর্থ হয়। ঐ শ্লোকটার তাদৃশ বৈচিত্র্য, মূলগ্রন্থের এই হরিহরের একাত্মতা ভাবের অভিব্যক্তি বলিয়া ধরা যাইতে পারে। পাঠকের বোধ সৌকর্য্যার্থে নান্দার ঐ শ্লোকটী এই স্থলে পুনরুদ্ধত করা যাইতেছে— ংপ্রাপ্তং মকরধ্বজেন মথনং ত্বত্তো মদর্থে পুরা তদুযুক্তং বহুমাৰ্গগাং মম পুরো নিলাজ বোঢ় স্তব তামেবানুনয়স্ব ভাবকুটিলাং হে কৃষ্ণ কণ্ঠগ্রহং মুঞ্চেত্যাহ রুষ যমদ্রিতনয় লক্ষ্মীশ্চ পায়াৎসবঃ ॥ পূৰ্ব্বকালে আমার নিমিত্ত তোমা হইতে মকরধ্বজ (হরপক্ষে কন্দৰ্প, হরিপক্ষে সমুদ্র) মথন প্রাপ্ত হইয়াছিলেন। অতএব হুে নিলাজ ! আমার । সম্মুখে সেই বছমাৰ্গগাকে (হরপক্ষে গঙ্গা, হরিপক্ষে সরস্বতী) বহন করিতেছ, ইহা কি তোমার উচিত ? অতএব (হরপক্ষে )—হে কৃষ্ণকণ্ঠ । গ্রহ—আগ্রহ ত্যাগ কর । (হরিপক্ষে ) হে কৃষ্ণ ! কৃষ্ঠগ্রহ ত্যাগ কর। ভাবকুটিলা তাহাকেই অহুনয় কর ; এই কথা রোষভরে (হরপক্ষে অদ্রিতনয় এবং হরিপক্ষে লক্ষ্মী ) যাহাকে বলিয়াছিলেন, তিনি তোমাদিগকে রক্ষা করুন।