পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ধিবিধ প্রবন্ধ । হয় নাই—হইতেও পারে না। অতএব ভবভূতির ঐ ছায়াময়ী সীতার প্রকৃত উপাদান কি, তাহ অনুসন্ধেয় হইতেছে। مه পাঠকবর্গ অনুধাবন করিয়া দেখিবেন, রামের এবং ছায়াময়ী সীতার পঞ্চবটা প্রবেশ এবং তথা হইতে উভয়ের তিরোধান একই সময়ে সংঘটিত হইয়াছিল। । x * যেই মুরল বলিলেন, _

  1. রামভদ্রোইপ্যাগত এব তর্কয়ামি ।” রামৃভদ্রও অগিতপ্রায় বোধ হইতেছে। অমনি তমসা উত্তর করিলেন—

পরিপাণ্ডুছব্বলকপোলসুন্দরম্ দধতী বিলোলকবরীকমাননম্। করুণস্য মূৰ্ত্তিরিব রা শরীরিণী বিরহবথৈব বনমেতি জানকী ॥ । যেন শরীরধারিণী বিরহব্যথা এবং করুণ রসের মূৰ্ত্তিস্বরূপ জানকী রনে আসিতেছেন। বিরহে তাহার কপোল পাণ্ডুবৰ্ণ ও দুৰ্ব্বল হইয়াছে ; এবং কবরীবন্ধন আলুলায়িত হইয় পড়িয়াছে। মুরলাও দেখিতে পাইয়া বলিলেন,— “ইয়ংহি সী r কিসলয়মিব মুগ্ধং বন্ধনপ্রিলুনযু হৃদয়ৰুস্থমশোষী দারুণোদীৰ্ষশোকঃ গ্নপয়তি ধরিপাণ্ডু ক্ষামমন্তঃ শরীরং শরদিজইৰ ঘৰ্ম্মঃ কেতকী গৰ্ত্তপত্ৰম্ ॥ *তিনিই বটেন, মাছ । শরৎকালীন উত্তাপ কেতকী পুষ্পের গৰ্ত্তন্থ শত্ৰদলকে যেমন মান করে, সেইরূপ হৃদয়কুম্ভস্বশোষণকারী নিদারুণ দীর্ঘ শোক বন্ধন হইতে ছিন্ন নবকিললয়ের স্থায় ইষ্ঠায় পাণ্ডুবৰ্ণ শরীরকে গ্লানিযুক্ত করিতেছে। ;: আবার অঙ্কের শেষে তমসা এবং বাসস্ত্রী রাম এবং সীতার পঞ্চৰূট