পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• ১১৫ ঐ ভাগ, নাটক-রচয়িত স্বয়ং লেখেন না, তাছার শিয্যাদি কেহ লিখিয়া দেন। এরূপ সুমুমান যে অমূলক, তাহ ঐ পরিচয় ভাগের রচনা প্রণালীর সস্থিত অপরাপর ভাগের রচনা প্রণালীর সাদৃশ্য দেখিলেই উপলব্ধ হয়। মৃচ্ছকটিকের ঐ পরিচয় ভাগে বলা হইল রচয়িতার নাম শূদ্রক, তিনি রাজ, এবং দ্বিজমুখ্যতম, ঋগ্‌বেদ এবং সামবেদে পণ্ডিত, বেদজ্ঞবর্গের শ্ৰেষ্ঠ, এবং হস্তীর সহিত বাহুযুদ্ধে উন্মুখ ; তিনি শত বর্ষ এবং দশ দিন আয়ুষ্কাল ভোগ করিয়া পুত্রকে রাজ্যদানপুৰ্ব্বক চিতারোহণে দেহ বিসর্জন করিয়াছিলেন। গ্রন্থরচয়িতার এবস্তুত পরিচয় প্রাপ্ত হইয়া মনে মনে বড়ই সন্দেহ জন্মে। ইনি নামে হইলেন শূদ্র, কাজে হইলেন - সমরবাসনী ক্ষিতিপাল এবং ব্যবহারে হইলেন তপোধন ব্রাহ্মণ। ইহাকে রাজা বলা হইল, অথচ কোথাকার রাজা এবং থাকিতেন কোথায়, তাহা বলা হুইল না। এমন স্থলে যদি মনে করা যায় যে, গ্রন্থকারের এই শূদ্রক নামটাই কল্পিত, তাহা করিলে কি নিতান্ত কষ্ট কল্পনা করা হয় ? আৰ্য গ্রন্থকারের বৈদিক সংস্কার বশতঃ আপনাদিগের নাম রূপ পরিহারপূর্বক একমাত্র লোকোপকার উদ্দেশ্যে গ্রন্থাদি রচনা করিতে পারিতেন-নাম বাহির করিতে না পারিলে প্তাহাদের বুক ফাটিত না । তাহা ছাড়া আর একটা কথা আছে। আমাদিগের কোন গ্রন্থকার সমাজের বর্ণন করিব এরূপ স্পষ্ট প্রতিজ্ঞা করিয়া গ্রন্থ রচনায়ু প্রবৃত্ত হয়েন না । মৃচ্ছকটিক-রচয়িতা তাহু করিয়াছেন (৩)। তিনি বলি [•] অবস্তি পুর্ব্যাং দ্বিজসার্থবাছে . যুব দরিদ্রঃ কিল চারুদত্তঃ । গুণাচুরক্ত গণিক চ যস্য, রসম্ভশোম্ভেব বসন্তসেন । , তয়োরিদং সংস্করতোৎসব শ্রয়ং, নয়প্রচারং ব্যবহারছুষ্টতাং । , থলস্বভাবং ভবিতব্যতাং তথা, চকার সৰ্ব্বং কিল শূদ্রকোম্পঃ ॥