পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । ১৩৭ फ्रांङ्ग। गङाभ ? (गङा ?) শৰ্ব্বি। সত্যম ? (সত্য।) । চারু। ঘর্গেবংশীঘ্রময়ম-(যদি তাঁহাই হয় তবে ইহাকে-) শৰ্ব্বি। কিং হন্যতাম, ? (কি মারিয়া ফেলিব ? ) । নহি নহি মুচ্যতাম। (না না, ছাড়িয়া দাও।) o কি মর্থম ? ( কি জন্য ? ) চারু। শক্র কৃতাপরাধঃ শরণমুপেত্য পাদয়োঃ পতিতঃ শস্ত্রেণ ন হন্তব্যঃ । যে শক্র অপরাধ করিয়া শরণাগত হইয়া পায়ে পড়ে, তাহাকে অস্ত্রের . দ্বারা হত্যা করিতে নাই । শৰ্ব্বি। এবং তৰ্হি শ্বভিঃ খাদ্যতাম্। তবে তাহাকে কুকুর দিয়া খাওয়াইতে হয় ? চারু। নহি, উপাকরহতস্তু কৰ্ত্তব্যঃ। না, তাহাকে উপক্ষার-হত (অর্থাৎ উপকার দ্বারা তাহার শক্রত হত ) করিতে হয়। - শৰ্ব্বি। আহে আশ্চৰ্য্যম্ ! কিং করোমি বদত্নাৰ্য্য। অহে আশ্চৰ্য্য। আর্য্য আমাকে বলুন কি করিৰ। চারু। তন্মুচ্যতাম্। ( ছেড়ে দাও । ) - আৰ্য হিন্দুর বীরতা এইরূপ। ধৃষ্টতায় উপেক্ষ, অপকৰ্ম্মে ঘৃণ, সত্যে নিষ্ঠা, শরণাগতের প্রতিপালন, মরণে নিৰ্ভীকতা, যশোরক্ষায় যত্ন, ধৰ্ম্মar প্রভাবে বিশ্বাস, এবং পরম অপরাধীর প্রতি ক্ষম, এই সাত্ত্বিক ধীরতা। "এই ধীরতার প্রকৃতি আর কোন জাতি এমত সুস্পষ্টরূপে বুঝিতে সমর্থ হয় নাই।