পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিৱিধ প্রবন্ধ । - ૨૭ রাম ঐ স্থানে বসিলেন। কিন্তু বোধ হয় কিছুতেই সীতার সেই BBB BB BB BBB BBBBB DS DD BBBS BBB BB বিরহশোক প্রজ্জ্বলিত করিয়া দেয়। এমন কি ঐ সকল' স্থানে যে প্রাণপ্রতিম ভ্রাতার সহিত রিচরণ করিয়াছিলেন; তাহার সংস্মরণেও মনের শান্তি হইল না । তিনি বলিলেম- 2. } স্তরুশকুনিকুরঙ্গীন মৈথিলী ষানপুষ্যৎ । ভবতি মম বিকারস্তেষু দৃষ্ট্রেৰু কোহপি দ্রবইব হৃদয়স্য প্রস্তরোস্তেদযোগ্যঃ ॥ মৈথিলী, করকমলদত্ত অম্বু, নীবার এবং শস্পারা যে সকল তরু, পক্ষী এবং কুরঙ্গদিগকে পোষণ করিয়াছিলেন, তাহাদিগকে দেখিয়া আমার হৃদয়দ্রবরূপ কেমন মনে এক বিকার জন্মিতেছে, যাহাকে হৃদয় পাষাণ দ্রবকারী দ্রাবক পদার্থ বলিয়া বোধ হয় । - ফলতঃ, সমুদায় বাহ জগৎ রামের পক্ষে একান্ত তিক্ত হইয়া উঠিল। ( & ) রামের বিরহমালিন্তের পুনরুদ্রেক ও তজ্জন্ত সমুদায় বাহ জগতে র্তাহার কষ্টের অনুভূতি, কবি এই সকল ভাব বর্ণন করিয়া উপাঙ্কে স্বচিত অমুতাপের সবিস্তার বর্ণনাবসরে মানব হৃদয়ের গৃঢ়তম তত্ত্ব সমস্ত উদ্রেক করিয়া দিয়াছেন । - রাম পূৰ্ব্বে পঞ্চবটীবনে যখন সীতা সহ পরম মুখে বাস করেন, তখন প্রাণপ্রতিম ভ্রাতা লক্ষ্মণও তাঁহার সহচর ছিলেন। অতএব সেই বনে পুনৰ্ব্বার আসিলে পর সীতার সংস্মরণাবসরে অবশ্যই এক আধ বার লক্ষ্মণকেও তাহার মনে পড়িল। বনদেবী এক বার লক্ষ্মণের কুশল ংবাদ রামকে জিজ্ঞাসা করিয়াছিলেন । রাম তাহ শুনিতে পান নাই, সীতার চিন্তাতেই নিমগ্ন ছিলেন। বনদেবী পুনরায় দৃঢ়তররূপে বলিলেন—