পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ i శ్రీ) জা ! কষ্টমতিবীভৎসকৰ্ম্ম নৃশংসোহস্মি সংবৃত্ত: সৌহৃদাদপৃথগাশয়ামিমাং। ছদ্মনা পরিদদামি স্থউ্যর্বে - সেনিকে গৃহশকুন্তিশ্রামিব। - হা কষ্ট ! আমি অতি বীভৎসকৰ্ম্ম নৃশংস হইতেছি। মাংসবিক্রয়-জীবীরা যেমন গৃহপালিত পক্ষীকে বিনষ্ট করে; তেমনি আমি শৈশব হইতে প্রতিপালিত লৌহাৰ্দ্ধবশতঃ একাত্মতাপ্রাপ্ত ইহঁাকে ছল করিয়া মৃত্যুর হস্তে প্রদান করিতে যাইতেছি। বিবাসনের পুৰ্ব্বক্ষণে রামের বাহুর উপর মস্তক স্থাপন করিয়া সীত৷ নিদ্রিতা ছিলেন, বিবাসন বিষয়ে স্থিরনিশ্চয় হইয়া রাম আপনার সেই বাহু অপসারণ করিতে করিতে এ কথাও বলিয়াছিলেন, অপুৰ্ব্বকৰ্ম্মচাণ্ডালময়ি মুখে বিমুঞ্চ মাম্। শ্রিতাসি চন্দনত্ৰাস্ত্য দুৰ্ব্বিপাকং বিষক্রমম্ ॥ হে মুগ্ধে! অশ্রুতপূৰ্ব্ব বীভৎস কাৰ্য্যদ্বারা আমি চণ্ডাল হইয়াছি— আমাকে ত্যাগ কর। তুমি চন্দনত্রমে দুৰ্ব্বিপাক বিষবৃক্ষকে আশ্রয় করিয়াছ । - * ঐ সময়ে পৃথিবী, অগ্নি, জনক, বিভীষণ, সুগ্ৰীব প্রভৃতিকেও স্মরণ করিয়া বলিয়াছিলেন— অথবা কশ তেষামহমিদানীমাহবানে { তে হি মন্তে মহাত্মামঃ কৃতয়েল চুরাত্মন । ময়া গৃহীতনামান পৃপ্তম্ভ ইব পাপন ॥ অথবা এক্ষণে আমি তাছাদের আহ্বান করিবার কে ? অর্থাৎ আমি ঠাহীদের আহবান করিবার যোগ্য নহি । আমি কৃতঘ্ন ও ছুরাত্মা, সেই সকল মহাত্মার নাম করিলেও বোধ হয় যেন তাহাদিগকে পাপ স্পর্শ করিবে । |