পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8- বিবিধ প্রবন্ধ । এবং ত্যাগ করিয়াওঁ অনুশোচনা করি নাই। চিরপরিচিত এই সকল পঞ্চবটী প্রভৃতি পদার্থ নিচয় আমাকে বিকলচিত্ত করিতেছে । অতএব এখনও প্রসন্ন হও, আমি নিরুপায় ভাবে এইরূপ ক্ৰন্দন করি—অর্থাৎ সীতার জন্য আমি কঁাদিতেছি বলিয়া অগ্ৰসন্ন হইও না । - g ঐ সময়ে রামের মনে আশা ভরসা কিছুই ছিল না। এখন কি তিনি ভাবিতে পারেন যে, সীতা বাচিয়া আছেন ? তিনি অল্পক্ষণ পূৰ্ব্বেই বলিয়াছেন— w ক্রব্যাপ্তিরঙ্গলতিকা নিয়তং বিলুপ্ত । নিশ্চয়ই শ্বাপদগণ কর্তৃক তাহার অঙ্গলতিকা বিলুপ্ত হইয়াছে। অতএব পৌরজনেরা প্রসন্ন হইয়া অনুমতি দিলে তিনি সীতাকে পুনরায় ঘরে আনিবেন, এরূপ ভাব স্বসঙ্গত হয় না। বাস্তবিক রাম একান্ত অভিমানে গদগদ হইয়া বলিলেন, হে পেীরগণ ! আমি তোমাদের কথায় অনেক করিয়াছি, এমন যে সীতা, তাহাকেও তৃণবৎ ত্যাগ করিয়াছি, এখন তাহার জন্ত একটু কঁাদি তোমরা অপ্রসন্ন হইও না । রাম এরূপ বলায় সীতার মুনে কি হইতে পারে ? যাহাদিগের কথায় রাম তাহকে ত্যাগ করিয়াছিলেন, সেই সকল লোকের প্রতি রামের ক্রোধ এবং অভিমান প্রকাশিত হওয়ায় সীতার যে অবশুই কিছু মনস্তুষ্টি হওয়া সম্ভব, তাহার সন্দেহ নাই। কিন্তু ভবভূতি কি নিপুণ বুদ্ধিতেই ছায়াময়ীর কল্পনা করিয়াছিলেন, অথবা সীতার চরিত্র বুঝিয়াছিলেন । তিনি ছায়াময়ীর মুখ দিয়া এ স্থলে কোন কথাই বাহির করিলেন না। কেন করিলেন না ? সীতা যে পৌরজনদিগের প্রতি বিরক্ত হইতে পারেন, অথবা তাহদের প্রতি রামের বিরক্তি দেখিলে তুষ্ট হইতে পারেন, তাহার কোন চিহ্ন দিবেন না বলিয়া ? না রামের মন পৌরজনদিগের প্রতি আকৃষ্ট হওয়ায় তাহার হৃদয়স্থিত ছায়াময়ী সুতরাং অন্তৰ্হিত হইলেন, সেই জষ্ঠ ?