পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q と。 বিবিধ প্রবন্ধ । বাসন্তার হস্তে তুলিয়া দিবার সময় ছায়াময়ী স্বতরাং আপনার হস্ত সরাইয়া লইলুেন। রাম এতক্ষণ সীতার স্পর্শমুখ এমন গাঢ় ভাবে অনুভব • করিতেছিলেন যে, হাতটা সরিয়া গেলে বলিলেন— g করপল্লবঃ স তস্যাঃ সহসৈব জড়াজ্জড়ঃ পরিভ্রষ্টঃ । পরিকম্পিণঃ প্রকল্পী করাষ্মম স্বিদ্যতঃ স্বিদ্যম্ ॥ র্তাহার সেই জড়ীভূত কম্পমান স্বেদ্যুক্ত করপল্লব সহসা আমার জড়ীভূত কম্পযুক্ত স্বেদবিশিষ্ট কর হইতে পরিভ্রষ্ট হইল। রামের এই সময়ের অবস্থাটা বুঝিতে হইলে কবি তাহার মুখ দিয়া ষষ্ঠাে যাহা বলিয়াছেন, তাহ পুনৰ্ব্বার স্মরণ করা আবশ্যক। তিনি বলিয়াছেন—“ “চিরং ধ্যাত্বা ধাত্ব নিহিত ইব নিৰ্ম্মায় পুরতঃ প্রবাসেইপ্যাশ্বাসং নখলু ন করেীতি প্রিয়জন ।” ‘নিয়ত ধ্যানযোগে নিৰ্ম্মিতাকারবৎ সম্মুখে স্থাপিত প্রিয়জন বিযুক্ত হই য়াও সাস্তুনা প্রদান করে।’ রাম সীতার হাত সরিয়া গেলেও আশ্বাস পাইতে লাগিলেন। তিনি তাহার সেই ধ্যানগম্য পুরোবৰ্ত্তিনীবৎ প্রতীয়মান সীতাকে দেখিতে লাগিলেন। কিরূপ দেখিলেন, তাহা তমসার উক্তিতে কবি প্রকাশ করিতেছেন। সস্বেদরোমাঞ্চিতকম্পিতাঙ্গী জাত প্রিয়ম্পর্শমুখেন ৰৎসা। মরুন্নবান্তঃপ্রবিধুতসিক্ত কদম্বযষ্টি: টুকোরকেব। প্রিয়তমের স্পর্শমুখে বাছার শরীরে স্বেদ, রোমাঞ্চ ও কম্প হইতেছে। অতএব ইহাকে বায়ুবিকম্পিত ও নবজলসিক্ত মুকুলিত কদম্বশাখার দ্যায় দেখাইতেছে । সীতাকে এরূপ সাত্ত্বিকভাবসম্পন্ন দেখিতে দেখিতে র্তাহাকে একটু লজ্জিত মনে করাও রামের পক্ষে অসঙ্গত নহে। বোধ হয়, কবি সেই ভাবই সীতার মানসোক্তিতে ব্যক্ত করিতেছেন – - অন্মছে । অবসেণ এদেণ অত্তাণএণ লজ্জাবিদম্হি ভঅবদীএ তমসাএ,