পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবযান - X86. —তা এখানে কি মানুষ নেই? এটা কোন জায়গা ? খিদে-তেই পেয়েচে কিন্তু একখানা খাবারের দোকান নেই। মাহেশের রথতলাতে আমার এক দূর সম্পর্কের ভগ্নীপতি থাকে। সেখানে যাবার খুব ইচ্ছে হয়। কিন্তু এই অবস্থায় যেতে লজ্জাও করে —তুমি এখানে এলে কার সঙ্গে ? —এলাম কার সঙ্গে তা মনেই পড়ে না । একদিন বাড়ীওয়ালী মাসী বল্পে—তোমায় আলিপুরের বাগানে নিয়ে যাবো—সেখানে একটি বাবু তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চায় । ঘরে সেদিন কিছু খাৰার নেই। বাড়ীভাড়া কুড়ি টাকার জন্যে তাগাদা করে করে বাড়ীওয়ালী তো আমার মাথা ধরিয়ে দিতে লাগলো। রাত্রে ঘরে খিল দিয়ে শুলাম, তারপর যে কি হোল, আমার ভাল মনে হচ্ছে না । —বাড়ীওয়ালী তোমায় আলিপুরে নিয়ে গিয়েছিল ? —কি জানি ভাই, তুরিপর আমার আর কিছু মনে নেই। এখানে আজ ক'দিন আছি তাও মনে নেই। থিদে-তেষ্টা পেয়েচে—অথচ খাবার পাইনে । না আছে একটা লোক, না আছে একটা দোকান-পসার। আচ্ছ, এর বাজারটা কোন দিকে ? পুষ্প কিছুক্ষণ চুপ করে থেকে বল্লে—আশা বোঁদি, যতীনদীকে মনে পড়ে ? আশা কেমন যেন চমকে-উঠে, ওর দিকে অল্পক্ষণ অবাক হয়ে চেয়ে বল্লে—তুমি তাকে কি করে জানলে ? —জানি আমি । দেশের লোক যে গো ! একগায়ে বাড়ী । আশার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। হাত দিয়ে মুছে বল্লে—তিনি স্বগ গে চলে গিয়েচেন, র্তার কথা আর আমার মুখে বলে কি লুভি ? —সে কথা বলচিনে বৌদি, সত্যি কথা বলে তো আমার কাছে, তার কথা তোমার মনে হয় কি না ? আশা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বল্লে—হয়। যখন হয় তখন বুকের মধ্যে কেমন করে ওঠে— —কেন বৌদি ? -> —আমি হতভাগী তাকে একদিনও স্থখ দিইনি। তখন ছেলেমানুষ ছিলাম, বুঝতাম না— কেবলই বাপের বাড়ী এসে থাকতাম শ্বশুরবাড়ী থেকৃে— —কেন ? —শ্বশুরবাড়ীতে খাওয়া-দাওয়ার বড়ঃকষ্ট পেতাম । ছেলেমাহুষ তখন— —তোমার একথা সত্যি নয় বৌদি। আমার কাছে সব খুলে বলো না ভাই ? আশা চুপ করে নখ খুটতে লাগলো। এ কথার কোনো জবাব দিলে না। পুষ্প বলে— বলবে না ভাই ? o আশা বল্লে—কি হৰে শুনে সে সব কথা । আমার বুদ্ধির দোষেই যা কিছু সব হয়েচে । আমি আমাদের গ্রামের মজুমদার-পাড়ার একটা ছেলেকে ভালবাগতম । o • د-است. ۹۰ f