পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y& 8 বিভূতি-রচনাবলী মেয়েদের সন্ধান রাখিনে আমি ! আমিই যতীনের ব্যাকুলতা দেখে তার সঙ্গে ওর শ্রীর দেখা করিয়ে দিই। নইলে নরক থেকে পৃথিবীতে গিয়ে দেখতে পেতে না যতীনকে। এই দেখাতে আশার উপকার হবে— ' - —যতীনদ সেই থেকে কিন্তু পাগলের মত হয়েচে— —যতীন অজ্ঞান । —আপনি ভাল বোঝেন সব, দেবী । আপনি যতীনদা’কে সুখী করুন । ওর কষ্ট দেখতে পারিনে। আশা-বৌদির ভাল হয় কিলে ? 函 করুণাদেবী ওকে কাছে টেনে নিয়ে ছোট্ট মেয়েটির মত ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে ওর গালে হাত বুলিয়ে অতি ধীর শাস্ত স্বরে বলতে লাগলেণ—পুষ্প, তোকে ভালবাসি বড়। মনে আছে সব। ভাল হবে শেষে, কিন্তু — লক্ষ্মী পুষ্প - —কি দেবী ? করুণাদেবীর চোখে জল ! পুষ্প অবাক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কেমন মায়া হোল এই রাজরাজেশ্বরীর মত রূপবতী মহাশক্তিধারিণী দেবীর ওপর, কোলে শায়িতা ছোট্ট খুকী যেন, তার মেয়েটির মত। ভগবান এমন ভাবেই বোধ হয় মানুষের কাছে ধরা দেন ঐশ্বর্য লুকিয়ে । সে নিজের অজ্ঞাতসারে অসীম স্নেহে করুণাদেবীর চোখের জল মুছিয়ে,দিলে নিজের বস্ত্রাঞ্চলে। দেবী বল্লেন—তোকে বড় দুঃখ পেতে হবে— পুষ্পের বুকের মধ্যে দুরু দুরু করে উঠলো। কেন, কিসের দুঃখ ? কি কথা বলতে চাইচেন দেবী ? দেবী আবার বল্লেন-যতীন ও তোমাকে, এক জায়গায় যেতে হবে আমার সঙ্গে। তার দরকার আছে। তুই চলে যা পুষ্প, আমি যাবো তোরই বাড়ীতে একটু পরে। তারপর আমার সঙ্গে তোদের পৃথিবীতে একবার যেতে হবে । --দেবী, গ্রহদেবের দেখা পাবো ? —সময়ে পাবে পুষ্প । তিনি কিছু পূর্বে এখানে ছিলেন। উচ্চ স্বর্গে দেবলোকের প্রেমিক-প্রেমিক। পুষ্প যতই এদের দুজনকে দেখে, ততই আনন্দে ও শাস্তিতে মন পূর্ণ হয়ে ওঠে। পুতুপ ও যতীনকে সঙ্গে নিয়ে করুণাদেবী একটি পুরাতন শহরে এলেন। বাড়ীম্বর সব পুরোনো ধরনের, পাশ দিয়ে একটি নদী বয়ে চলেটে, রাস্তাঘাট সেকালের ধরনের সরু সরু । একটা পুরানো বাড়ী গলির মধ্যে, সেই বাড়ীর পাশে ছোট্ট একটা বাগান । বেলা গিয়েচে, সন্ধ্যার কিছু আগে । বাড়ীটার সামনে কিছুক্ষণ দাড়িয়ে পুষ্প ও যতীন দুজনেরই মনে হোল, এখানে ওরা যেন এর আগে এসেচে। যেন কতকাল আগে, ঠিক মনে করতে পারচে না। . হঠাৎ যতীন বল্পে -এটা কোন জায়গা দেবী, আমি এ বাড়ী চিনি বলে মনে হচ্চে— তার মন আজ আনন্দে পূর্ণ, কারণ বহুদিন পরে আজ সে কঙ্কণাদেবীর দেখা পেয়েচে । এ