পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$9ట్ర বিভূতি-রচনাবলী থেকে । এখন এসে আমার সঙ্গে— নদীর ওপারে কিছুদূরে ঘন বনে একটি পর্ণ-কুটারের কাছে ওরা যেতেই একটি সন্ন্যাসিনী তাড়াতাড়ি বার হয়ে এইস ওঁদের অভ্যর্থনা করলেন । বলেন—অম্বিন আপনারা । আমার বড় সৌভাগ্য আজ— যতীন ও পুষ্পের মনে হোল ইনি যেন ওদের অপেক্ষাতেই ছিলেন। সন্ন্যাসিনীকে দেখে যতীন অবাক হয়ে গেল, সন্ন্যাসী বলেচেন ওঁর পূর্বজন্মের গুরুভগিনী—অথচ ইনি তো কুড়ি বৎসরের তরুণীর সত সুঠাম, স্বরূপ, তম্বী। উজ্জল গৌরবর্ণ, রূপ যেন ফেটে পড়চে, মাথায় একচাল কালে চুলের রাশ । o সন্ন্যাসী বল্লেন—ভাল আছ ভগ্নী ? সন্ন্যাসিনী হেসে হিন্দীতে বজেন—পরমাত্মা যেমন রেখেচেন । এরাও তো দেখচি বিদেহী আত্মা । এদের এনেচ কেন ? পুষ্প ও যতীন সন্ন্যাসিনীর পায়ে হাত দিয়ে প্রণাম করলে। ক্ষৈমদাস যুক্তকরে নমস্কার করলেন । সন্ন্যাসী বল্পেন—এরা এসেচেন তোমায় দেখতে । ইনি বিখ্যাত বৈষ্ণব কবি ক্ষেমদাসসম্যাসিনী বল্লেন-আইয়ে মহারাজ, আপকা চরণগুলিলে হামুর আশ্রম পবিত্র হো গিয়া— পরমাত্মাকি কৃপা । ক্ষেমদাস বল্পেন—ম, আপনি দেবী, আপনার দর্শনে আমরা পুণ্যলাভ করলাম। সন্ন্যাসিনীর সুন্দর মুখের লাবণ্যময় হাসি অরণ্যভূমির জ্যোৎস্নাঙ্গাত সৌন্দর্ধকে যেন আরও বাড়িয়ে তুলেচে। কুটীরের দ্বারে হেলান দিয়ে দাড়িয়ে বল্পেন—এহি নদীমে আজ পূর্ণিমাকী রাতমে স্বর্গসে উতরি কর অপ্সরীলোগ, নহতে খে। হাম বহুৎ বরষসে দেখতে হেঁ। আপকে মালুম হায় ? ক্ষেমদাস বজেন—না ম], আমরা তো জানি না। আমাদের দেখাবেন ? –আপ দেখনে মাংতা ? — ই মা, দেখালেই দেখি । সন্ন্যাসী"বজেন—এর বয়েস কত বল তো যতীন ? যতীন সঙ্কুচিত ভাবে বল্লে—আমি কি বলবো ? দেখে তো মনে হয় কুড়ি-বাইশ । সন্ন্যাসিনী খিলখিল করে হেসে উঠলেন বালিকার মত। সন্ন্যাসী বলেন—তুমি তোমার জ্ঞান-মত বলেচ, তোমারু দোষ নেই। তোমার ধারণা নেই এ বিষয়ে । সন্ন্যাসিনী বল্পেন—তুম ক্যা বোলতা হায় রে বাচ্চা ? হামারা তো এহি আসন পর DDDDDD BB BBSB BB BBBB BBBB BB BBB BBB BBB BBB BB BBB ৰা। গুরুঙ্গীকা অনুজ্ঞাপর এহি বনমে মহানদীকে কিনারপর আশ্রম বনায় । aঞ্জন মনে মনে হিসেব করে বল্লে—তা হোলে আমার প্রপিতামহীর চেয়েও আপনি বড়—