পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেববান » ማ¢ থাকে। অন্ত সময় সেই মাগীর বাড়ীর উঠোনে এক তেঁতুলগাছে স্তাখে দিনরাত বসে। কত ধমক দিলাম-কথা শোনে না। একটা উপায় করে তুমি লক্ষ্মীটি। সে মাগী ওকে দেখতেও.. পায় না, ওর ঘুরেই মুখ। এ কি বন্ধন বলে দিকি, দিদি ? ওই তো নরক । তুমি দেবী, ওকে তুমি বঁাচাও এ নরক থেকে । গভীর রাত্রিকাল । পুপ এক সন্ন্যাসিনীর আশ্রমে দেখা করতে গেল। ওঁকে দেখা পর্যন্ত কি এক অদ্ভূত আকর্ষণ অনুভব করচে ওঁর প্রতি । না দেখা করে যেন ও থাকতে পারচে না। সন্ন্যাসিনী ওকে দেখে হাসিমুখে অভ্যর্থনা করলেন। বঙ্গেন আপনি সেদিন এসেছিলেন না ? —হঁ্যা, মা। আপনার দর্শনে পুণ্য, তাই দেখতে এলাম । সন্ন্যাসিনীর প্রজ্ঞানেত্র উদ্ভাসিত, স্বতরাং পুষ্পকে স্কুল আবরণে নিজ দেহকে আবৃত করতে হয়নি। সন্ন্যাসিনী বল্লেন-আপনি বিদেহী, পৃথিবীর ফলমূল নিয়ে অতিথি-সংকার করতে পারলাম না । ক্রটি মার্জনা করবেন। পুষ্প লজ্জিত হয়ে বল্লে—ওকথা বলে আমায় অপরাধী করবেন না মা । আমি কত ক্ষুদ্র । সন্ন্যাসিনী হেসে বল্লেন-আপনি ক্ষুদ্র কে বল্লে—আপনি এখানে আসবেন আমি সমাধিতে জেনেচি। আপনি আমার প্রেমভক্তি শিক্ষার উপায় করবেন। পুষ্প সবিস্ময়ে বল্লে-আমি ! —বিশ্বের ভগবান কাকে দিয়ে কি কাজ করান, তা তো বলা যায় না । —ম, আপনার বাড়ী কোথায় ছিল ? পিতামাতা কে ছিলেন ? জানবার বড় কৌতুহল হচ্চে । —আমার দেশ ছিল পাঞ্জাবে । অল্পবয়সে আমি দীক্ষা নিষ্ট, বিবাহ হয়নি, চিরকুমারী । নানাস্থানে ঘুরে অযোধ্যায় আলি। সেখানে সে সময়ে মাঠের মধ্যে গাছের তলায় এক সিদ্ধ মহাপুরুষ বাস করতেন—সকলে তাকে পাগলা বাবা বলতো। পাগলের মত থাকতেন। তিনি আমায় দয়া করে যোগজীক্ষা দেন। যে সন্ন্যাসীর সঙ্গে সেদিন আপনারা এসেছিলেন, ওঁরও গুরু তিনি । —তিনি আছেন কোথায় এখন ? © —প্রায় পঞ্চাশ বাট বছর হোল তিনি দেহ রেখেচেন। তিনি যে কত কালের লোক কেউ জানতো না । আমি কখনো সে • প্রশ্ন করিনি। এখন বিদেহী অবস্থায় ব্রহ্মলোক প্রাপ্ত হয়েচেন । জীৰন্মুক্ত মহাপুরুষ ছিলেন। মাঝে মাঝে এখনও দেখা দেন। তিনিই বলেছিলেন, তুমি নারী, তোমাকে প্রেমভক্তি শিখতে হবে। অদ্বৈতভূমি থেকে নেমে তোমাকে লীলারস আস্বাদ করতে হবে। তাই অপেক্ষায় আছি। আপনি যে আসবেন তাও তিনি বলেছিলেন। পুষ্পের চোখ বেয়ে দরদরধারে জল পড়লো। মনে মনে ভাবলে—ভগবানের কি খেলা ! DBB BB BDD DDBBS BB BBB BBDDBBB BBB BD D DDDD DDBD S g