পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপলখও HO বেশি আর সে কিছু ভাবিতে পারিতেছে না। মাখায় তার কিছুই নাই এর বেশি বর্তমানে । কালীর স্ত্রীর নাম ননীবালা। বাপের বাড়ী পাশের গ্রামে, সনেৰুপুর । খাটি পাড়াগায়ের অশিক্ষিত মেয়েমানুষ, আগে যা হক চেহারা গড়ন-পিটন ভাল ছিল, এখন অমুখে ভুগিয়া ভুগিয়া তাও গিয়াছে। কালীকে দেখিয়াই বলিয়া উঠিল—ছশ-পকো হবে কবে ? যাবার সময় পই-পই করে না বললাম সরষের তেলের বোতলটা নিয়ে যাও—তা বোতলট ফেলে গিয়েছ কি বলে ? রান্ন হয় নি তেলের অভাবে । এত রাত গেল— কালী চৌধুরী অন্যমনস্ক ভাবে বলিল—তেল নেই ? ননী রাগিয়া বলিল—থাকবে কোথেকে ? পাচ ছটাক তেলে আজ দুবেলা চালাচ্ছি তিনটি দিন। তেল আনবার কথা তোমাকে বলে দিইনি? আজকাল কি গাজা ধরেছ নাকি? এ রকম করে সংসার করা আমার দ্বারা পোষাবে না বাপু হ্যাগ, তোমার বগলে ওটা কি ? কালী চৌধুরী চমকিয়া উঠিয়া বলিল—ও কাগজ । —আড়তের ? —হঁ্যা । এগুলো আমার ওই কাঠের হাতবাক্সটাতে রেখে এস তো । পাচ হাজার টাকার বাণ্ডিলটা লেই চাবিভাঙা বাজে হাতবাক্সটার মধ্যে দিন-পনের পড়িয়া রহিল, ননীবালা কোন সন্দেহ করিল না, করিবার কথাও নয়। কালী চৌধুরীও যেন টাকার বাণ্ডিলের অস্তিত্ব ভুলিয়া গেল। তাহার সংসারে যেমন অভাব-অনটন চলিতেছিল, তেমনই চলিতে লাগিল । ও টাকায় হাত পড়িল না।. এই পনের দিনের মধ্যে কালী চৌধুরী অনেক কিছু ভাবিয়াছে। পরের টাকা ফেলিয়। গিয়াছে, যার টাকা সে যদি আসিয়া চায়, তবে এখনই বাহির করিয়া দিতে হইবে। নতুবা থানা পুলিশের হাঙ্গামা হইবে । খরচ করিয়া ফেলিলে, সে গরিব লোক, টাকা দিবে কোথা হইতে । দারোগা আসিয়া টানাটানি করিবে, হয়তো ঘরবাড়ী ক্রোক দেবে। না, ও টাকায় হাত দেওয়া হইবে না। ননীবালাকেও কোন কথা বলে নাই কালী চৌধুরী। মেয়েমানুষের মন, অতশত বুঝিবে না, টাকা খরচ করিবার তাগাদ দিয়া অস্থির করিয়া তুলিবে। এই সময় আসিয়া পড়িল বিপদ । বড় খোকা অমুখে পড়িয়া বিছানার সঙ্গে, মিশিয়া গেল। বাজারের বিনয় ডাক্তারের ডাক্তারখানায় পাচ ছ টাকা ওষুধের দাম বাকি পড়াতে সেখান হইতে ওষুধ আন বন্ধ হইল। ননীবালার কানের একটা অল্প সোনার অলংকার বিক্রি করিয়া যাহা কিছু পাওয়া গেল, ডাক্তারের ভিজিটের দাম শোধ দিয়া সামান্তই অবশিষ্ট রহিল তার ৷ অথচ ছেলের জর বন্ধ হয় না । এ অবস্থায় ননীবালা একদিন কাদিয়া পড়িল স্বামীর কাছে। ছেলেকে যে করিয়া হক বঁাচাইতে হইবে, জমিজমা সামান্ত যাহা কিছু আছে বিক্রি করিয়া ডাক্তার দেখানো হউক । কালী বলিল—আছে তো মোটে ফু বিঘে ধানের জমি । مهد-استوا . . f