পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s 'Lද්אושן"ס আসিয়া নোটের বাণ্ডিল খুলিৰে এমন সময় সাইকেলে চড়িয়া একজন অপরিচিত লোক উঠানে আসিয়া সাইকেল হইতে নামিল । কালী দাওয়া হইতে জিজ্ঞাসা করিল—কাকে চান ? লোকটা বলিল—এই কি কালীনাথ চৌধুরীর বাড়ী ? —হঁ্য, কেন ? আগন্তুক আসিয়া দাওয়ার উপর উঠিল। নীচু স্বরে বলিল-আপনি টাকা পেয়েছিলেন কুড়িয়ে ? সে আমার টাকা । কালী চৌধুরীর বুকের মধ্যে টিপ চিপ করিয়া উঠিল। সে আগন্তুকের মুখের দিকে চাহিয়া বলিল—আপনার টাকা ? —হঁ্যা, সে আমার টাকা । আপনি বনগায়ের মতি পালের আড়তে বলেছিলেন, টাকা কুড়িয়ে পেয়েছেন, যা টাকা সে এসে যেন নিয়ে যায়। —হঁ্যা, তা বলে এসেছিলাম। কিন্তু আপনার টাকা কি করে জানব ? কি ভাবে টাকা হারালেন আপনি ? —পাট বেচে যাবার সময় গেজে থেকে পড়ে গিয়েছিল । —বেশ। কত টাকা ? লোকটি ভাবিয়া বলিল—তিন হাজার। কালী চৌধুরী নিঃশ্বাস ফেলিয়া বলিল—আজ্ঞে না। —আচ্ছা, বলছি। দু হাজার— —আজে না—ও আপনার টাকা নয় । , কিসে বাধা ছিল ? —ইয়ে-গেজেতে, না-রুমালে— -श्रांप्ख्ठ न । লোকটি উগ্ৰমূর্তি ধারণ করিল। কড়ান্বরে বলিল—তাহলে দেবেন নাটাক আপনি? --न । —বেশ, আমি থানায় গিয়ে বলি । —যান। যার স্তায্য টাকা আমি তাকে দেব বলে বসে আছি। নয় তো গল্প করে বেড়াতাম না টাকার কথা। আপনার টাকা ও নয় । 廳 লোকটি চলিয়া গেল বটে, কিন্তু কালী চৌধুরীকে বড় ধাপ্পা দিয়াই গেল। খানা পুলিশের ভয় দেখাইল । লোক আনিয়া মারধোর করিবার ইঙ্গিতও করিল। স্বতরাং লোকটা চলিয়া গেলে কালী চৌধুরী নোটের বাণ্ডিল হইতে দশটি টাকা বাহির করিয়া খরচ করিতে পারিল না। কালই পুলিশ আসিয়া যদি টাকা চায়, সে কোথা হইতে দিবে ? পরের টাকা, তাহার তো নিজের নয়। কথায় বলে, “পরের সোনা দিও না কানে । 願 ননীবালা আরও দিন দশেক পরে ভুগিয়া ভুগিয়া ইহজগতের মারা কাটাইল। স্ত্রীর মৃত্যুর দ্ব দিন পূর্বে টাকার কথাটা স্ত্রীকে বলি বলি করিয়া অবশেষে বলিয়া