পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপলখও *● —আত্মহত্যা নয় ? SB BBS BBB BBBB BB BBB BB BB S BB BB BB BBB BBB রেখেছিল । * রামলালবাবু বললেন—অন্তত তাই প্রিজামশন হবে । পুলিশেও তাই বলবে । লাশ দেখে কে আগে ? —বাবু, মোর ভাই আর নবি শেখ সকালে রেল লাইনির ধারে নালায় মাছ ধরতি যাচ্ছিল, তারাই দেখতি পায়। পেয়ে হস্তদন্ত হয়ে ছুটে এলে আমারে খবর দেয়। মুই তখনি দৌড়লাম লাইনির ধারে । • —আচ্ছা আচ্ছা বুঝেছি, থাক। স্বরতহাল আগে হয়ে যাক, তার পরে দেখা যাবে। গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছতো ? বেশ করেছ। বডড শক্ত কেস। সন্দেহ গিয়ে ইচু মণ্ডলের উপরই পড়বে। বৌ-এর স্বভাবচরিত্র খারাপ ছিল। ভালমানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে ক্লিনা। তোমরা লুকিয়ে চলে এসেছ । , —হঁ্যা বাবু । —একটা কথা শিখিয়ে দিই। ইচু? ইচু এগিয়ে গিয়ে সেলাম করে দাড়াল। তার পা-ফ্লুটাে ঈষৎ কাপছে। —বলি শোন । তুমি খুন করেছ কি না করেছ তা আমি তোমায় জিজ্ঞেস করব না। আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি । কিন্তু পুলিশে তা শুনবে না । তোমাকে আজ সম্ভব রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে। তোমায় স্বীকার করাবার জন্যে নানারকম চেষ্ট হবে। কিন্তু কিছুতেই তুমি বলে না যে তুমি খুন করেছ। স্বীকার কিছুতেই করবে না। করেই থাক বা না-ই করে থাক। বুঝলে ? যাঃ, সাবধানে যাও । হাফেজ বললে—বাবু, পুলিশি ধরলি রাখবে কনে ওরে ? —রাখবে হাজতে । যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না— দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে । সেখানে জজসাহেব বিচার করবেন। বাড়ী গিয়ে পয়সা-কড়ি যোগাড় কর গিয়ে—বডড ফ্যাসাদে পড়ে গিয়েছ—অনেক টাকার খেলা। ” হাফেজ ও বছিরদি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল । বনগায়ে মোক্তারবাবুর টাকাই যোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিলবাবুদের টাকা গরিব গ্রামেরুলোকের টাঙ্গায় কি যোগাড় হয়ে উঠবে ? ইচুকে বাচানো মুশকিল হয়ে উঠল। 尊 এতক্ষণ পরে ইচু কথা বললে। এতক্ষণ সে একটি কথাও বলেনি। এইবার সে হাত জোড় করে বললে—বাবু, মোর একটি কথা বলবার অাছে। ওর মুখের দিকে সবাই চাইলে । মোক্তারবাবুও চাইলেন। এইবার বোধহয় সব প্রকাশ করতে চাইছে লোকটা । এই রকম ভাবেই বলে, তিনি জানেন । হাফেজ ও ৰছিরজি মুণ চাওয়াচাওয়ি করলে। কি জানি ওর পেটে কি আছে। মানুষকে সব সময়ে বাইরে থেকে চেনা झुष्ट्रि नl । 尊