পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপলখও Ե":» चाऐनर्नारेमष्क ब्रिां क्ड़्ठ cनeब्राहैरण cकमन एब ? রায় বাহাদুর গ্র্যাও হোটেলে আইনস্টাইনের সঙ্গে দেখা করিলেন । আইনস্টাইন বলিলেন, “ভারতবর্ষের দর্শনের কথা আমার কিছু বলুন।” রায় বাহাদুর প্রমাদ গনিলেন । তিনি গণিতের অধ্যাপক ; দর্শন, বিশেষত ভারতীয় দর্শনের কোন খবর রাখেন না, তবুও ভাগ্যে গীতা মাঝে মাঝে পড়া অভ্যাস ছিল ; স্বতরাং অকূল সমূত্রে গীতারূপ তেল (কোন আধ্যাত্মিক অর্থে নয়) অবলম্বন করিয়া দু-এক কথা বলিবার চেষ্টা করিলেন। ‘বাসাংসি জীর্ণনি’ ইত্যাদি। আইনস্টাইন বলিলেন, “ম্যাক্সমুলারের ৰেদান্তদর্শণের উপর প্রবন্ধ পড়ে এক সময়ে সংস্কৃত শেখবার বড় ইচ্ছে হয়। দর্শনে আমি স্পিনোজার মানসশিষ্য। ম্পিনোজার দর্শন গণিতের ফর্মে ক্রমানুসারে সাজানে। স্পিনোজার মন গণিতজ্ঞ স্রষ্টার মন, সেজন্য আমি ওঁর দিকে আকৃষ্ট হয়ে পড়ি। কিন্তু বেদান্ত সম্বন্ধে ম্যাক্সমুলারের প্রবন্ধ পড়ে আমি নতুন এক রাজ্যের সন্ধান পেলাম। ইউক্লিডের মত খাটি বস্তুতান্ত্রিক মন স্পিনোজার, সেখানে কুটতর্কও বাধা পথে চলে। আমি কিন্তু ভেতরে ভেতরে কল্পনাবিলাসী— ।” রায় বাহাদুর অবাক হইয়া আইনস্টাইনের মুখের দিকে চাহিয়া বলিলেন, “আপনি ৷” আইনস্টাইন মৃদু হাসিয়া বলিলেন, “কেন, আমার কালের সঙ্গে ক্ষেত্রের একত্র মিলনকে আপনি কল্পনার ছাচে ঢালাই-করা বিবেচনা করেন না কি ?” রায় বাহাদুর আরও অবাক। আমতা আমতা করিয়া বলিলেন, “নতুন ডাইমেনশানের সদ্ধানদাতা আপনি, নিউটনের পর নববিশ্বের আবিষ্কারক আপনি—আপনাকে কল্পনাবিলাসী বলতে—” কিন্তু সঙ্গে সঙ্গে বর্তমান যুগের এই শ্রেষ্ঠতম বিজ্ঞানীর কবিস্কলভ দীর্ঘ কেশ ও স্বল্পভরা অপূর্ব চোখের দিকে চাহিয়া রায় বাহাদুরের মুখের কথা.মুখেই রহিয়া গেল। কল্পনা প্রখর না হইলে তুয়তো বড় বৈজ্ঞানিক হওয়া যায় না, রায় বাহাদুর ভাবিলেন । কি একটা বলিতে যাইতেছিলেন, আইনস্টাইন পাশের ছোট টেবিল হইতে চুক্লটের বাক্স আনিয়া রায় বাহাদুরের সম্মুখে স্থাপন করিলেন। নিজের হাতে একটি মোট চুরুট বাহির করিয়া ছুরি দিয়া ডগা কাটিয়া রায় বাহাদ্বরের হাতে দিলেন। রায় বাহাদ্বরের বাঙালী মন সংকুচিত হইয়া উঠিল। অত বড় বৈজ্ঞানিকের সামনে সিগার ধরাইবেন তিনি, জনৈক হেঁজিপেঞ্জি অঙ্কের মাস্টার ? তাছাড়া লাহেবও তো বটে, সেটাও দেখিতে হইবে তো । সাহেব জাত কাচাখেগো দেবতার জাত । রায় বাহাদুর একটা সিগার তুলিয়া বলিলেন—“আপনি ?” M —“ধন্যবাদ। আমি ধূমপান করি নে।” —“s to o --"खांत्रेि ७कö कषीं खांबहि ।" —“কি, বলুন |-" . —“ানাঘাটে লঙ্গ করলে কেমন লোক হবে আপনার মনে হয় । কেমন জাগানৰ E ነ” -"জায়গা ভালই । লোকও হবে ।” 蟾