পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপন্সখণ্ড ፭»ፃ —“ত দাও না ওদের যেতে। আইনস্টাইনের লেকচারে আর ওরা কি যাবে। তবে দেখে রাখলে একটা বলতে পারত সারাজীবন । কি রে মীন্থ, কোথায় যাবি ?”, —“আমরা জ্যাঠাইমশাই সিনেমাতেই যাই । ‘মিলন ফিলমে ইন্দুবালাকে দেখে পর্যস্ত” বডড একটা ইচ্ছে আছে ওকে দেখব । রানাঘাটে আমন লোক আসবে—” রায় বাহাদুর বাকিটুকু যোগাইয়া বলিলেন,—“—স্বপ্নের অগোচর। তাই না মীন্থ ? টিকিটের দাম দিয়ে দাও মেয়েকে, ওহে নীরেন।” মীনা এবার সাহস পাইয়া বলিল,—“আপনাকে আর বাবাকে যেতে হবে আমাদের নিয়ে। সে শুনছি নে। বাবার মনে মনে ইচ্ছে আছে জ্যাঠামশায় । শুধু আপনার ভয়ে—” নীরেনবাবু তাড়া দিয়া বলিলেন,—“তবে রে দুষ্ট্র মেয়ে—” মীন হাসিতে হাসিতে বাড়ীর ভিতর চলিয়া গেল । যাইবার সময় বলিয়া গেল,—“বাবা, তোমাকে যেতেই হবে আমাদের নিয়ে । ছাড়ব না বলে দিচ্ছি।” 9ے দাৰ্জিলিং মেলের সময় হইয়াছে। বেলা সাড়ে পাচটা । রায় বাহাদুর ও কয়েকজন ছাত্র, নীরেনবাবু ও শ্ৰীগোপালবাবু স্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত হইলেন । কিন্তু—একি ? এত ভিড় কিসের ? প্ল্যাটফর্মের চারিদিকে এত ছোকরা ছাত্র, লোকজনের ভিড় ! সত্যই কি আজ আইনস্টাইনের উপস্থিতিতে এখানকার সকলের টনক নড়িয়াছে ? ইহারা সকলেই দাৰ্জিলিং মেলের সময় আসিয়াছে র্তাহাকে নামাইয়া লইতে ? অত বড় বৈজ্ঞানিকের উপযুক্ত অভ্যর্থনা বটে ! লোকে লোকারণ্য প্ল্যাটফর্ম। হৈ হৈ কাণ্ড । রায় বাহাদুর পুলকিত হইলেন। সশব্দে মেল ট্রেন আসিয়া প্ল্যাটফর্মে প্রবেশ করিল। একটি সেকেণ্ড ক্লাস কামরা হইতে ছোট একটি ব্যাগ হাতে দীর্ঘকেশ আয়তচক্ষু আইনস্টাইন অবতরণ করিলেন সঙ্গে সঙ্গে পাশের একটি ফাস্ট ক্লাস কামরা হইতে জনৈক স্বন্দরী তরুণী, পরনে দ্বামী ভয়েল শাড়ী, পায়ে জরিদার কাশ্মীরী স্তাগুলে—হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলাইয়া নামিয়া পড়িলেন । তরুণীর সঙ্গে আরও দুটি তরুণী, দুটিই শু্যামাঙ্গী—দুজন চাকর, তারা লগেজ নামাইতে ব্যস্ত হইয়া পড়িল । কে একজন বলিয়া উঠিল,—“ঐ যে নেমেছেন । ঐ তো ইন্দুবালা দেবী—” মুহূৰ্তমধ্যে প্ল্যাটফর্মমৃদ্ধ লোক সেদিকে ভাঙিয়া পড়িল । সেই ভীষণ ভিড়ের মধ্যে রায় বাহাদুর অতিকষ্টে আইনস্টাইনকে লইয়া গেটের দিকে অগ্রসর হইতে লাগিলেন। আইনস্টাইন অত বুঝিতে পারেন নাই, তিনি ভাবিলেন র্তাহাকেই দেখিবার জন্ত এত লোকের ভিড়। রায় বাহাদুরকে জিজ্ঞাসা করিলেন,—“এর সবই কি স্থানীয় ইউনিভার্সিটির ছাত্র ? এদের সঙ্গে আমার আলাপ করিয়ে দেবেন না মিঃ মুখার্জি ?” রায় বাহাদুর এই উদার সরলপ্রাণ বিজ্ঞানতপস্বীর ভ্রম ভাঙাইবার চেষ্টা করিলেম না। রানাঘাটে আবার ইউনিভার্সিটি ! হায় রে, এ দেশ কোন দেশ তা ইনি এখনও বুঝিতে बेि भू. ४-१०