পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏌᏉ বিভূতি-রচনাবলী —কিছু বলবার আবগুক নেই। চল । নিজের কোয়ার্টারে এসে খেয়ে-দেয়ে মুস্থ হয়ে প্রতুল একটা সিগারেট ধরালে। তার পর শুয়ে পড়ল ঘুমিয়ে নেবার জন্তে বটে, কিন্তু ঘুম আসে না কিছুতেই। এই অদ্ভূত ঘটনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল। প্রতুলের বয়স এই পচিশ। সবে ডাক্তারি পাশ করে চা-বাগানের চাকুরিটা পেয়েছে। বিবাহ হয়নি। বিশেষ ভাবে কোনও মেয়ের সম্পর্কে আসেনি। যাকে রোমান্স বলে, গল্পে উপন্তাসে কতই যা সে পড়েছে, তার নিজের জীবনে —ন, কই, ঘটেনি। ডাক্তারী পড়বার সময় এক-আধজন মার্সের সঙ্গে আলাপ হয়েছিল বটে, কিন্তু সে কিছু নয়। দিশি মাস, তাদের দিকে তাকানো যায় না, তায় রোমান্স ! কিন্তু তার জীবনে এমন ঘটনা কখনও ঘটেনি। আচ্ছা, কোন মেয়েটির সঙ্গে সুটকেস বদল হোল ? বালুরঘাট থেকে যে মেয়েটি উঠল তার সঙ্গে, ন ওই যে দুটি মেয়ে আগে থেকে বসে ছিল তাদের কারও সঙ্গে ? 数 鱷 বালুরঘাটের মেয়েটি বেশ সুন্দর। কলেজের ছাত্রী বটে—ওঁর সেই বইখান ‘এট, ভিক্টোরিয়ান পোয়েটুস থেকে তা বোঝা গিয়েছে। কি নাম ? কি জাত ? ব্রাহ্মণ না কায়স্থ না বৈদ্য ? হঠাৎ তার মনে পড়ল সুটকেসটার মধ্যে নীল ফিতে দিয়ে বাধা একতাড চিঠি ছিল বটে। মেয়েটির নাম নিশ্চয়ই তাতে পাওয়া যাবে। এতক্ষণ এ কথা মনে হওয়া উচিত ছিল তার। উঠে সে সুটকেসটা খুলে ফেললে—শাড়ীর নীচে একপাশে চিঠির তাড়াটা ছিল, সে সেটা হাতে করে বিছানার ওপর এসে বসল। চিঠি খান-পনের। একজনেরই হাতের, বেশ শৌখিন নীল লিনেন পেপারের খামের ওপর ঠিকানা লেখা—অমিয়া মজুমদার, Clo সি. আর. পাল, ২২৬ নীলমণি দত্তের লেন, বাগবাজার, কলিকাতা । যাক, বাচা গেল, এই তো দিব্যি ঠিকানা পাওয়া গেল। আর ভাবনা নেই। কালই একখানা চিঠি লিখে দেওয়া যাবে। মেয়েটিরও নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে। বেচারীর একখানা শাড়ী নেই ব্লাউজ নেই, তার ওপর টাকা আর গহনা হারানোর ভূশ্চিন্ত । মেয়েটি এতক্ষণ মাথায় হাত দিয়ে বসে পড়েছে । তার ওপর যদি তারই মুটকেস মেয়েট নিয়ে গিয়ে থাকে তবে তো সুটকেল খুলে মেয়েটি মূৰ্ছা যাবে। দেশ থেকে এখানে খাবার জন্তে সে কিছু পাটলি আর চিড়ে আনছিল ওই সুটকেসের মধ্যে। তা ছাড়া একটা ছোট মানকচু আছে, আর অাছে—এক জোড়া জুভে, নূতনও তেমন নয়। এ সব বাদে তার ধুতি শার্ট পাঞ্জাবি প্রভৃতি তো আছেই। ওর মধ্যেকার একটি জিনিসও মেয়েটির কোন উপকারে আসবে না। DDDDDD DDDDBB BBBBB D DBBB BBB BB BBBB D DD কিছু ? 發 血、