পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিধু মাষ্টার ○○ মান্বযে এমন করে বাস করে না । মানুষের মত বাস করতে হলে কলকাতায় গিয়ে দেখে আয় –আপনি কি বলেন দাদা ? o কথাটা হাড়ে হাড়ে বুঝিতেছি, সুতরাং বলিলাম—সে কথা খুবই ঠিক। " এসব জায়গায় বর্ষাকালে থাকা অসম্ভব । যেমন কাদা তেমনি মশা । চাহিয়া দেখিয়া বেশ আমোদবোধ করিলাম, বেশ জায়গাতে বসিয়া চা পান করিতেছি বটে ! গ্রাম্য শেওড়া ভাট শিউলি গাছেব জঙ্গলে ঘেরা একখানা চালাঘরে মাটির মেঝেতে বিচুলি বিছাইয়া আংটা-ভাঙা পেয়ালায় কাপালীদের বাড়ীর তৈরি চা খাইতে খাইতে দুজনে কলিকাতার সুখ-সুবিধার কথা আলোচনা করিতেছি ! 尋 ছোকরাও বোধ হয় একই কথা ভাবিতেছিল। কারণ সে এই সময় হঠাৎ বলিল— কতদিন কলকাতায় যে যাই নি! ঐ যেদিন, বললাম না কুণ্ডু য়্যাণ্ড সনস্, পুলিশ ক্লাবে যারা খাবার সাপ্লাই করেছিল—প্লাম কেক, স্যাণ্ডউইচ, বিস্কুট, অরও সব মেলা কি কি—ওদের দোকান হল হগ মার্কেটে,কুণ্ডুদের বড় ছেলের সঙ্গে আমার তাব—তা ওদের দোকানে সকালে বসে আছি, এমন সময় একজন মোটা মত ভদ্রলোক, দিব্যি চেহারা—দোকানে এসে কি চাইলে । কুণ্ডুদের ছেলে বললে—ইনি কে জান ? আমি বললাম, না। বললে, মহারাজা অব নাটাগোড় । আমি তো অবাক ! বলব কি আপনাকে, অমর গা শিউরে উঠল । কত নাম, কত টাকাকডি, খবরের কাগজে কত ছবি বার হয়—এই সেই মহারাজ অব নাটাগোড়, দেখি মহারাজার আরদালি জিনিস নিয়ে গিয়ে, ইয়া বড মটর দাড়িয়ে আছে, তাতে তুললে। সেসব এক দিন গিয়েছে! এই আমি আর ওই মহারাজ ! এখন এখানে বসে বাগদি-দুলে বাড়ী বেডিয়ে বেড়াচ্ছি। আজ আপনি এসেছেন, তাই আপনার সঙ্গে দুটো ভাল কথা বলছি, নইলে এতক্ষণ নবীন কাপালীর বাড়ী বসে গল্প করতে হত । —আহ, তোমার ভগ্নীপতি রামুবাবু তো অনেক ভাল ভাল লোকের সঙ্গে মিশেছেন—ত এখন কি করে দিন কাটান ? ভগ্নীপতির উপর দেখিলাম ছেকরার অসীম শ্রদ্ধা । ভগ্নীপতির সঙ্গে কতবার তার আপিসে গিয়া বড় বড় লোক দেখিয়াছে—ইডেন গার্ডেনের পাশে প্রকাও বাড়ী, এই বড় থাম—আবার ছোকরা স্মৃতির সমুদ্রে ডুবিয়া গেল। এই সময় কাপালীদের বাড়ী হইতে সেই স্ত্রীলোকটি আসিয়া পূর্ববৎ দূরে দাড়াইল । ছোকরা বলিল—পান নিয়ে এসেছে। চায়ের এগুলো দিয়ে আসি আর পান আনি । . একটা কঁসির বাটিতে চার থিলি পান লবঙ্গ দিয়া মুড়িয়া পরিপাটি করিয়া সাজা। ছোকরা বলিল—আমি পান খাই নে—আপনি খান । তার পর আবার আমরা গল্প শুরু করিলাম। দেখিলাম ছোকরার অদ্ভুত ধরনের ক্ষমতা তার নিজেকে প্রতারণা করিবার। তার বর্তমান অবস্থাকে সে কেমন চমৎকার ভুলাইয়াছে ভবিষ্যৎ ও অতীত্তের মুখস্বপ্ন দ্বারা। 齡 —চাকরি আমার হয়ে যাবে এই জানুয়ারি মাসে । আমার অনেক বড় বড় সহায় আছে