পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qbr বিভূতি-রচনাবলী রয়ে গেলাম। তারপর সন্ন্যাস গ্রহণ করলাম। সদ্‌গুরুর সন্ধান পেলাম। আসামের এক জঙ্গলে পনের বছর যোগ অভ্যাস করবার পর একদিন গুরুর কৃপায় নির্বিকল্প সমাধি হোল। যতীন রুদ্ধনিঃশ্বাসে বল্লে—তারপর ? সন্ন্যাসী হেসে বরেন—তারপর ? তারপর আর কিছুই না। মুখে সে অবস্থার কথা বলা যায় কি ? সে তুমি কি বুঝবে ? এখনও তুমি ছেলেমানুষ মাত্র। বড় উচ্চ অবস্থার কথা সে সব । তুমি আর নিগুৰ্ণ ব্ৰহ্ম এক। মায়া তোমার স্বরূপ আবরণ করে বসেচে। তুমি কেন, পৃথিবীর সব কিছু। ছোট কেউ নও। তোমরা সবাই অজর অমর, শাশ্বত আত্মা—তুমিই এ জগতের কর্ত, এ জগৎকে হ? করেচ—তবে ছোট হয়ে আছ কেন ? এই লোকে এসেচ– এও উপাধির লোক। এর আরও ওপরে উচ্চতর লোক আছে--মহা জ্যোতির্ময় লোক, দেবদেবীর সেখানে বাস করেন। তোমার মত লোক তার ধারণা করতে পারবে না। জগৎকে * ওপর করতে তারা সমর্থ। কিন্তু সেও অনিত্য। সেও উপাধি ও স্বগুণন্তরের জগৎ। তারও ওপরে নিরুপাধি নিগুৰ্ণ ব্ৰহ্ম বিরাজ করেন। সেখানে পৌছুনে মানুষের আগ্রহ থাকলেই হয় । আসলে তোমার সঙ্গে তার অভিন্নতা কোথায় ? এ জগতে দুঃখ নেই, পাপ নেই, শোক সেই ভয় নেই, মৃত্যু নেই সে তো দেখেই নিলে, ক্ষুদ্রত্ব নেই, এসব কিছু নেই—আছে শুধু শালগ, অমরত্ব, বিরাটত্ব । আর তুমিই তার অধিকারী । অতএব ওঠে, জাগো–তৎ ত্বমলি —তুমিই সেই । կ সন্ন্যাসীর সর্বদেহ দিয়ে একপ্রকার নীল বিদ্যুতের মত জ্যোতি যেন ঠিকরে বেরুচ্চে—তার দিকে চাওয়া যায় না। যতীন তার পদম্পর্শ করবার জন্যে মাথা নীচু করতেই তিনি বরেন— উছ-ছোট ভেবে আমার পা ছয়ে তোমার কি হবে? ছোট তুমি নও। তুমিই দেব, তুমিই দেবী, তুমিই সগুণ ঈশ্বর—তুমিই জগৎকারণ নিরুপাধি অখণ্ড সচ্চিদানন্দ—একই আছে, আর কিছু নেই জগতে—একম এব, অদ্বিতীয়—পৃথিবী বা পরলোক সব দুদিনের খেলা, আবার জন্ম, আবার মৃত্যু—বার বার আসা-যাওয়া—সব অনিত্য—জেগে ওঠে-ঘুম ভেঙে জেগে ওঠে । সন্ন্যাসী এত জোরে জোরে কথাগুলো বল্লেন-যতীনের মনে হোল তার সমস্ত শরীরে হাজার ভেন্টের বিদ্যুৎ খেলে গেল—সন্ন্যাসীর দেহ থেকেই যেন সে বিদ্যুৎতরঙ্গ ছুটে এল তার দেহে । সে চোখের সামনে কতকগুলো গোল গোল জড়ানো জড়ানো গোলকধাঁধী খেলার মত কি দেখলে-তারপর আর তার জ্ঞান রইল না যেন হঠাৎ ঘুমিয়ে পড়লো। ঘুমের মধ্যে সে যেন কোথায় চলেচে । 轉 蝇 নীল আকাশ, সোম-স্বৰ্য-তা শচিহ্নিত—তার আশেপাশে উর্ধ্বে নামোতে। বহু দূরে নীল সমুদ্রে ডুবে একটা কুগুলীকৃত নীহারিকা পাক খাচ্চে–লক্ষ লক্ষ, কোটি কোটি নক্ষত্র, স্বৰ্ষ,— কুয়াসার চেউ-এর মত উল্কাপিণ্ডদল বিভিন্ন গ্রহ-নক্ষত্রের বহির্দেশে ভ্ৰাম্যমাণ—লক্ষ লক্ষ জীবজগৎ, কোটি কোটি জীবজগৎ, লক্ষ কোটি লক্ষ কোটি আত্মিক লোক—কত লীলা, কত খেলা, কত স্থখদু:খের অনন্ত প্রবাহ-অন্নস্ত জীবজগৎ••••••