পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wとbr বিভূতি-রচনাবলী --কোথ। থেকে আসবো ? –যেন তুমি অনেকদিন বাড়ী ছিলে না । --নিশ্চয়ই ছিলাম । কোথায় আমি যাবো ? খেপলে নাকি আশা ? আশা প্ৰবোধপ্রাপ্ত ছোট মেয়ের সুরে বল্লে—যাওনি তাহলে ? ---না আশা— কোথায় যাবো ? —আমার জন্যে একজোড়া শাড়ী এনে দি ও কাল । আটপৌরে শাড়ী নেষ্ট । —ক’ হাত ? —এগারো হাত দিও, দশহাতে ঘোমটা দিতে পাপ্লিনে মার সামনে, লজ্জা করে । — বেশ । তারপর আশা ভেবে ভেবে বল্লে –আচ্ছা, আমার কি একটা হয়েছিল বলে তো, কিছুলেষ্ট যেন মনে নিয়ে আসতে পারচি নে । —কি আবার হবে, কিছুই না । —ও ! তবে বোধহয় স্বপ্ন দেখেছিলাম । না ? --তান্ত হবে । লক্ষ্মীটি, ও সব ভাবতে নেই। তুমি আমায়ু ভালবাসো ? আশা সলজ স্বরে বল্লে—হু’-উ— যতীন ভাবলে, কোন জগৎ সত্য ? এই ছবিতে গড়া স্বপ্নের জগৎ, না বাস্তব জগৎ ? না কি সবই স্বপ্ন ? সেদিন সেই অবধূত যা বলে গিয়েছিল। জগৎটাই জাগ্রত স্বপ্ন ছাড আর কি ? কোথাকার আশা, কি সে দেখচে, কে তাকে কি ভাবাচ্চে । অথচ আশা ভাবচে এই বুঝি সত্য । ভগবান কি জীবকে ছবি দেখাচ্চেন না তার স্বল্প জগতের মধ্যে দিয়ে, যেমন সে এখন দেখাচ্চে আশাকে ? . . সে সমেহ স্বরে বল্লে—তা হলে তুমি ঘুমিয়ে পড় আশা, রাত হয়েচে– --আজ বডড গরম, না ? ঘুম হচ্চে না । একটা মশারি এনে দিও—বডড মশা— --তা হবে । সকালে সকালে উঠে চা করে দিও তাহলে ? ---আচ্ছা ! পুষ্প বাইরে থেকে বল্লে—চলে, যতীনদী । একদিনে ওর বেশি আর কিছু তুমি করতে পার ন! } ওরা চলে যাওয়ার একটু পরে আশার ঘুমও ভেঙে গেল। সে ধড়মড় করে বিছানা থেকে উঠে চারিদিকে দেখলে। এ কোথায় সে আছে ? এমন স্পষ্ট স্বপ্ন সে আর কখনে দেখেনি। কতদিন পরে সে তার স্বামীকে এত স্পষ্ট ভাবে দেখেচে, এইমাত্ৰ যেন তিনি পাশে বসে ছিলেন। কতক্ষণ স্বপ্নের কথা সে ভাবলে। সব কথা তার মনে নেই, এইটুকু মনে আছে, তিনি যেন বলচেন -একটু চ করে দিতে পারো ? চা খাবো— সেই পুরোনো হাশি, পুরো আমলের স্নেহদুষ্ট স্বামীর চোখে। আশা উদভ্রাস্তের মত জানালার বাইরে চেয়ে রইল। কোথায় আজ সেই স্বামী, কোথায় তার সেই শ্বশুরবাড়ী ! নিজের প্রতি করুণায় তার মন ভরে গেল, চোখে জল এল ।