পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 বিভূক্তিরচনাবলী উঠিয়ে বললাম—সব তৈরী। বাসা দেখে এসেচি। কখন স্বাবে ? পান্না ঘূমজড়িত চোখে বললে—কোথায় ? —বেশ । মনে নেই ? উঠে চেখে জল দাও । —থেয়েচ ? —না খেয়ে এসেচি ? 歡 —আমি তোমার জন্যে লুচি ভেজে রেখেচি কিন্তু। আমাদের এখানে লুচি খেতে দোষ কি ? —দোষের কথা নয় । তুমি চল আমার সঙ্গে। সেখানে তুমি ভাত রোধে দিলেও খাবো । - –ইস্‌! মাইরি! আমার কি ভাগ্যি ! —আমি গাড়ী নিয়ে আসি ? —বোলো। চোখে জল দিয়ে আসি— —তোমার মালী ঘুমুচ্চে—এই সবচেয়ে ভাল সময় । —বোলো । আসচি । একটু পরে পায়৷ সত্যিই সেজেগুজে এল । বললে—কোনো জিনিস নেই আমার, একটা পেটরা আছে কেবল। সেটা নিলুম আর এই কাপড়ের বেঁাচকাটা । আমি বললাম-চলে ওই নিয়ে। বাসে উঠবো, আর দেরি করো না । —দেওয়ালে দুখান পিক্চার আছে, আমার নিজের পয়সায় কেন, খুলে নিই— পান্ন ঠকাঠক শব্দ করে পেরেক তুলতে লাগলে দেখে আমার ভয় হল । বললাম—আঃ কি করে ? ওসব থাকগে। তোমার মাসী জে8গ কুরুক্ষেত্র বাধাবে এখুনি। পান্না হেসে বললে—সে পথ বদ্ধ। আমি বলেই রেখেচি মুজরো করতে যেতে হবে আমাকে আজ। নীলি সঙ্গে যাবে। নীলি সেই মেয়েটি গো, আমার সঙ্গে যে গিয়েছিল प्रघञनंश्च । একটু পরে আমরা দু’জনে রাস্তায় বার হই। লেবুতলার বাসার সামনে রিকশা দাড় করিয়ে কেরাণীবাগান লেনের স্বর্ণকারের দোকানে চাৰি আনতে গেলাম। বাড়ীওয়ালা একগাল হেসে বললে—এসেচেন –কিন্তু— --किरू कि ? -চাবি নিয়ে আসিগে। দাড়ান একটু । —আমি আমার স্ত্রীকে যে রিকৃশাতে বসিয়ে রেখে এসেছি। ওই বাড়ীর সামনে । —আপনি মাঠাকুরুনের কাছে চলে যান। আমি চাবি নিয়ে যাচ্ছি— পায় নাকি মাঠাকুরুন। মনে মনে হালতে হাসতে এলাম।