পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ՏԵ- विङ्कडि-ब्रध्नांबनौ •6क ७हे गवब्र ८बोबांखांब्र क्रिब्र cशब्रांजम'७ब्र क्ट्रिक बांकि ७कमिन, फेरफ्छ ?वर्छकथांबांद्र মোড় থেকে এক মালা নারকোল কেনা, হঠাৎ রাস্তার দিকে চেয়ে থমকে দাড়ালাম । সনাতনা যাচ্ছে ফুটপাতের কোল ঘেষে লালবাজার মুখে। সনাউনদাও আমাকে দেখতে পেয়েচে । নইলে আমি পাশ কাটাতুম। আমার পরনে ময়লা জামা, ধৃতিও মলিন। পায়ে পান্নার টাকায় কেন সেই পাচটাকা দামের খেলো জুতো জোড়া । & সনাতনদা এগিয়ে এল আমার দিকে। অবাক হয়ে আমার মুখের দিকে চাইতে চাইতে এল। যেন বিশ্বাস করতে পারচে না যে আমি । বলি—কি সনাতনদী যে ! ও বিস্ময়ের স্বরে বললে—তুমি! —হঁ্যা । ভালো আছো ? সনাতনদী একবার আমার আপাদ-মস্তক চোখ বুলিয়ে নিলে। কি দেখলে জানি নে, আমার হালি পেল –কি দেখচ সনাতনদা ?•••ও যেন অবাক-মত হয়ে গিয়েচে । সনাতনদী এসে আমার হাত ধরলে। আর একবার মুখের দিকে চেয়ে দেখলে । বললে —এসো, চলে কোথাও গিয়ে বসি, অনেক কথা আছে তোমার সঙ্গে। চলে একটু ফাকা জায়গায় | বললাম—ম্বরবালা ভালো আছে ? ছেলেপিলেরা ? —চলে। বলচি সব কথা। একটা চায়ের দোকানে নিরিবিলি বলা যাৰূ— —চায়ের দোকানে নয়, নেবুতলার ছোট্ট পার্কটায় চলো—