পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দম্পতি S80 --দাড়াও, দাড়াও । দরজা পৰ্য্যন্ত যাইয়া গদাধর নির্মলের হাতে তিনটি টাকা গুজিয়া দিলেন। —এ আবার কেন, এ আবার কেন ? বলিতে বলিতে নির্মল টাকা ক’টি ট্যাকে গুজিয়া চলিয়া গেল—গায়ে সে জামা দিয়া আসে নাই—মাত্র গেঞ্জি গায়ে আসিয়াছিল। গদাধর বাড়ীর ভিতর ঢুকিয়া দেখিলেন, অনঙ্গ তখনও বসিয়া বসিয়া একরাশ লুচি ভাজিতেছে। একটু বিস্ময়ের স্বরে বলিলেন—এ কি গো, এত লুচির ঘটা কেন আজ বলো তো ? —কেন আর, আমি খাবো। আমার খেতে নেই? এ সংসারে শুধু খেটেই মরবো, ভালো মন্দ খাবো না ? —না, আজ এত কেন—তাই বলচি । অনঙ্গ টানিয়ান্টানিয়া বলিল—তুমি খাবে, আমি খাবে, ভড়-মশায় খাবেন,—সবাইকে যে নেমস্তন্ন করেচি আজি, জানো না ? বলিয়া স্বামীর মুখের দিকে কৌতুকোজ্জল হাসিমুখে চাহিতেই গদাধর বুঝিলেন, স্ত্রীর কথা সৰ্ব্বৈব মিথ্যা। ধীর এই বিশেষ ভঙ্গিটি তিনি আজ তেরো বৎসর ধরিয়া দেখিয়া আসিতেছেন—কৌতুক করিয়া মিথ্যা বলিবার পরে ভঙ্গিটি করিয়াই অনঙ্গ নিজের মিথ্যা নিজে ধরাইয়া আসিতেছে চিরকাল—অথচ খুব সম্ভব সে নিজে তাহা বুঝিতে পারে না। গদাধর হাসিয়া বলিলেন—ভালোই তো । আমি কি বারণ করেচি ? —না গো না। আজ শিবুর মাকে রাত্রে এখানে খেতে বলেচি। আহা, বুড়ীর বড় কষ্ট ! ছেলেট অমনি হলো, ভাই-বউয়ের যা মূখ-ঝংকার! স্কুরে নমস্কার, বাবা ! বুড়ীকে দাতে পিষতে শুধু বাকি রেখেচে । না দেয় দুটো ভালো ক'রে থেতে, না দেয় পরনে একথানা ভালো কাপড়—কি ক'রে যে মানুষ অমন পারে । —তা বেশ, ভালো, ভালো। থfওয়াও না। আমায় আগে বললে না কেন ? একদিনের জন্যে যখন খাওয়াবে, তখন একটু ভালো করেই খাওয়াতে হয়। রাধানগর থেকে সন্দেশ মিষ্টি আনিয়ে দিতাম-হলো-বা একটু দই... —দই ঘরে পেতেছি । "খাসা দই হয়েছে। খেও একটু—পাতে দেবো এখন । নিষ্টি তো পেলাম না—নারকোলের সঙ্গে ক্ষীর মিশিয়ে সন্দেশ করবো, ভাবচি। —এখনও করবে, ভাবচো ? কত রাত্রে বুড়ীকে খেতে দেবে ? —সব তো হয়ে গেল। লুচি ক’খানা ভাজা হয়ে গেলেই নারকোল কুরে বেটে সন্দেশ চড়িয়ে দেবো । ক্ষীর করে রেখেচি—ওগো, আমায় একটু কপপুর আনিয়ে দাও না ! —এখন কি কপপুর পাওয়া যাবে ? আগে থেকে সব বলো না কেন ? এ কি কলকাতা শহর ? রাধানগর ভিন্ন জিনিস মেলে ? দেখি, বিশুর দোকান বন্ধ হয়ে গিয়েচে কিনা ৷ যদি পাওয়া ধায়, পাঠিয়ে দিচ্ছি।