পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দম্পতি Sści YSBBB BBS BBBB BB BBB BB BSB BB BBBDS BB BBBBS কাল চ'লে যাবেন । এদের মতের দাম অন্যরকম। . . . গদাধর আরওলজ্জিত ও সঙ্কুচিত হইয়া উত্তর দিলেন—আজ্ঞে, ন না, আমাদের আবার মত ! তবে আমার খুব ভালো লেগেচে, যখন আপনাকে—মানে, কমলাকে শ্বশুরবাড়ী থেকে তাড়িয়ে দেওয়া হলো—আপনার সেই গানখানা গাছতলার পুকুর-পাঁড়ে স্বামীর ঘরের দিকে চোখ রেখে—ও, সেই সময় চোখের জল রাখা যায় না । আরও বিশেষ ক'রে ওই জায়গাটা ভালো লাগে—ওইখানটাতেই আপনার পরনের শাড়ী • আপনার চোখের ভঙ্গি.. কেমন একটা অসহায় ভাব---সব মিলিয়ে মনে হয়, সত্যিই পাড়াগায়ের শাশুড়ীর অত্যাচারে ঘরছাড়া হয়েচে, এমন একটি বেীকে চোখের সামনে দেখচি ! বায়োস্কোপে দেখচি, মনে থাকে মা ! ওখানে আপনি নিজেকে একেবারে হারিয়ে ফেলেচেন । শচীন উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, ইয়াকির স্বরে বলিল—বারে আমাদের গদাই, তোমার মধ্যে এত ছিল, তা তো জানিনে—একেবারে আনন্দ বাজার'-এর ফিল্ম-ক্রিটিক’ হয়ে উঠলে যে বাবা! মেয়েটি একমনে আগ্রহের সঙ্গে গদাধরের কথা শুনিতেছিল--শচীনের দিকে গম্ভীর মুখে চাহিয়া ধমক দেওয়ার ভঙ্গিতে বলিল—কি ও ? উনি প্রাণ থেকে কথা বলচেন--আমি বুঝেচি উনি কি বলচেন। আপনার মত হালকা মেজাজের লোক কি সবাই ? মুখ মান করিয়া শচীন আগেকার স্বরের জের টানিয়া বলিল—বেশ, বেশ, ভালো হ’লেই ভালো । আমার কোনো কথা বলবার দরকার কি ? ব'লে যাও হে••• গদাধর সঙ্কুচিতভাবে বসিয়া রহিলেন, কোনো কথা বলিলেন না। মেয়েটি আবার গদাধরের দিকে মুখ ফিরাইয়া বলিল—ষ্ঠ্য, বলুন, কি বলছিলেন.. গঙ্গাধর বিনীত ও লজ্জিত-হাস্তে বলিলেন—আজ্ঞে, ওই । আমাদের মত লোকের জার বেশি কি বলবার অাছে, বলুন ? তবে শেষ-দিকটাতে, যেখানে কমলা কাশীর ঘাটে আৰার স্বামীর দেখা পেলো, ও জায়গাটা আরও বিশেষ ক’রে ভালো লেগেচে । —আর ওই যে কি বললেন- “ —মানে, কমলার পরনের কাপড় ঠিক একেবারে পাড়াগায়ের ওই ধরণের গেরস্ত-স্বরের উপযুক্ত—বাহুল্য নেই এতটুকু ! আনন্দে ও গৰ্ব্বের স্বরে হাত নাড়িয়া মেয়েটি বলিয়া উঠিল—দেখুন, ওই কাপড় আমি জোর ক’রে ম্যানেজারকে ব’লে আমদানি করি স্টুডিওতে। আমি বলি, স্বামী তো ছেড়ে দিয়েছে, বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে—এমন ধরণের পাড়া-গায়ের মেয়ের পরনে জমকালে। রঙীন ক্লাউজ বাশাড়ী থাকলে ছবি ঝুলে যাবে। এজন্যে আমায় দম্বরমত ফাইট্‌ করতে হয়েচে, জানেন শচীনবাৰু? আর দেখুন, ইনি পাড়াগ থেকে আসচেন-ইনি যতটা জানেন এ-সম্বন্ধে• • • o . সায় দিবার স্বরে মির্শল ৰলিল—ঙা তো বটেই ।