পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দম্পতি S3 একে-একে অনেকগুলি মেয়ের কণ্টাক্ট-ফৰ্ম সই করা হইয়া গেল। তাহারা পুকুরের সামনের পাড়ে—যেখানে সাবেক কালের গোলাপবাগ, সেদিক হইতে আসে—আসিয়া সই করিয়া আবার গোলাপবাগে ফিরিয়া যায়—যেন একগাছি ফুলের মাল ঢল হইয়া গিয়াছে— এক-একটি করিয়। ফুল সরিয়া-সরিয়া স্থতার এদিক হইতে ওদিকে নাচের ভঙ্গিতে চলিতেছে••• গদাধর কি একটা ইঙ্গিত করিলেন একজন চাকরকে । অঘোরবাবু বলিলেন—এখন আর না স্তর, যদি আমায় মাপ করেন। কাজের সময় ইয়ে ওটা বেশি না খাওয়াই ভালো।—ষ্ট্যা, আর-একটা কথা শুর—যদি বেয়াদবি হয়, মাপ করবেন। আপনি ক্যাপিটালিস্ট, মালিক—একটু রাশভারি হয়ে চলবেন ওদের সামনে । ওরা কি জানেন, “নাই” যদি দিয়েচেন, তবে একেবারে মাথায় উঠেচে ! ধমকে রাখুন, ঠিক থাকবে। ‘নাই ওদের কখনো দিতে নেই। ওই রেখা আপনার সামনে অত-সব কথা বলতে সাহস করবে কেন ? আমি এর আগে ছিলাম বেঙ্গল ন্যাশনাল ফিল্ম-এ—ক্যাপিটালিস্ট ছিল দেবীর্চাদ গোঠে, ভাটিয়া মাৰ্চেণ্ট । ক্রোড়পতি । গোঠে যখন স্টুডিওতে ঢুকতো— তার গাড়ীর আওয়াজ পেলে সব থরহরি লেগে যেতো। ওই শোভা মিত্তিরের মত—নাম শুনেচেন তো ? অমন দরের বড় আর্টিস্টও গোঠেজির সামনে ভালো ক’রে চোখ তুলে কথা বলতে সাহস করতো না । শোভারাণী মিত্তিরের কাছে রেখা-টেখা এরা সব কি ? শোভা এখন এদের এই কোম্পানিতে কাজ করে শুনচি । গদাধর চুপ করিয়া শুনিলেন । চাকর আসিয়া এই সময় জানাইল, খাবার জায়গা হইয়াছে। অঘোরবাবু বলিলেন—সব ডেকে নিয়ে যা । আমি শার ইনি এখন না—পয়ে হবে। চাকর বলিল—জী আচ্ছা। অঘোরবাবু বলিলেন—এখন খেতে বসলে, ওদের সকলের সঙ্গে একসঙ্গে বসতে হবে— সেটা ঠিক হবে না মশাই। নিজের চাল বজায় রেখে, নিজেকে তফাৎ রেখে চলতে হবে, তবে ওরা মানবে, ভয় করবে । গোলাপবাগের মধ্যে যে দলটি ছিল, তাহার হল্লা করিতে-করিতে খাইতে গেল। রাত দেড়টার কম নয়। একটু ঠাও পড়িয়াছে, চাদের আলোয় বাগানের পুরানো চাতাল, হাতভাঙা পরীর মূৰ্ত্তি, হাতলখসা লোহার বেঞ্চি, শুকৃনে ফোয়ার ইত্যাদি এক অদ্ভুত ছন্নছাড়া শ্ৰী ধারণ করিয়াছে। এ এমন একটা জগৎ, সেখানে যে-কোনো অসম্ভব ঘটনা যেন যে-কোন মুহূৰ্ত্তে ঘটিতে পারে! এখন হঠাৎ যদি চাগা-চাপকান-পরা শামলা মাথায় ৬আনন্দনারায়ণ ঘোষ মহাশয় একতাড়া কাগজ হাতে, র্তাহার উনবিংশ শতাব্দীর গাম্ভীৰ্য্য ও মর্য্যাদা বজায় রাখিয়া ওই হাতভাঙা পরীর মূৰ্ত্তিটার আড়াল হইতে ধীর পদক্ষেপে বাহির হইয়া আসেন— তবে যেন কেহই বিস্মিত হুইবে না। গদাধর বলিলেন--আর কত টাকা লাগবে ? —আরও দু'হাজার তো কালই চাই—মজুত রাখবেন স্তর ; তাহলে আপনার হলো: