পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

23: বিভূতি-রচনাবলী এগারে হাজার । —আমার সঙ্গে দেখা হবে কোথায় ? —আপনার গদিতে । --না। আমার গদিতে এখন যাবার দরকার নেই। এ ব্যাপারটা একটু প্রাইভেট রাখতে চাই । 劇 —তাহলে ওই দু'হাজারের চেকূট !••• —কাল আমায় ফোন করবেন-ব’লে দেবো, কোথায় গিয়ে নিতে হবে। —যে আজ্ঞে, স্তর। আপনি যেমন আদেশ দেবেন, সেইভাবে কাজ হবে। আমার কাছে কোনো গোলমাল পাবেন না কাজের, আপনি টাকা ফেলবেন, আমি গ'ড়ে তুলবো । এই আমার কাজ–এজন্যে আপনি আমায় মাইনে দেবেন, শেয়ার দেবেন—আপনি কাজ দেখে নেবেন। আমায় তো এমনি খাটাচ্চেন না আপনি ? চাকর আসিয়া বলিল—আসেন বাবুজী, আপনাদের চৌকা লাগানো হয়েছে। অঘোরবাবু বলিলেন—কোথায় রে ? -হল-ঘরের পাশের কামরামে । — চলুন তবে স্তর, রাত অনেক হলো, খেয়ে আসা যাক। তবে একটা কথা বলি। আপনি এদের অনেককে ভাঙিয়ে নিচ্চেন, এদের স্টুডিওর লোকেরা যেন না জানতে পারে। আজ তো ওদেরই পার্টি—শচীনবাবুকে বলবেন কথাটা গোপন রাখতে। —না, কে জানবে ? শচীন খেতে গিয়েছে ‘‘এলেই ব’লে দেবো । রাত প্রায় শেষ হইয়া আসিল, গদাধর দেখিলেন, এখন আর বাড়ী যাওয়া চলে না। গদিতে গিয়া অবহু শুইতে পারিতেন, সেও এখন সম্ভব নয়। ভড়মশায় গদিতে রাত্রে থাকে--- সে কি মনে করিবে ? স্বতরাং বাকি রাতটুকু অঘোরবাবুর সঙ্গে গল্প করিয়া কাটাইয়া দিতে হইবে। অঘোরবাবুও দেখা গেল গল্প পাইলে আর কিছুই চান না--"কিংবা হয়তো তাহারও বাড়ী ফিরিবার উপায় নাই এখন। to সকাল হইয়া গেল। গদাধর বাগানের পুকুরে স্নান সারিয়া চা-পান করিয়া একটু স্বস্থ হইলেন। স্টুডিওর অভিনেতা-অভিনেত্রীর দল শেষরাত্রের দিকে সব চলিয়া গিয়াছে। অঘোরবাবু বলিলেন—তবে আমি যাই স্তর, বাড়ী গিয়ে একটু ঘুমোবে। —চলুন, আমিও যাবো। শচীনকে দেখচি নে, সে বোধহয় রাত্রে চলে গিয়েছে। " গদাধর বাগান-বাড়ী হইতে বাহির হইলেন, কিন্তু নিজের বাড়ী বা গণিতে না ফিরিয়া, শোভারাণীর বাড়ী গিয়া হাজির হইলেন। শোভা সবে স্বান সারিয়া, চা পানের উদ্যোগ করিতেছে, গদাধরকে দেখিয়া একটু আশ্চৰ্য্য হইয়া বলিল—আপনি কি মনে ক’রে ? এত সকালে ?