পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

うあ8 বিভূতি-রচনাবলী গঙ্গাধর পড়িয়া দেখিয়া বলিলেন—তাই তো। বেশ ভালো গান ? —গুনবেন নাকি ? —হঁ্যা-হ্যা, তা মন্দ কি ! বাজাও না। শোভা রেকর্ডখান। গদাধরের হাত হইতে লইয়া পাশের ঘরে বড় ক্যাবিনেট গ্রামোফোনে চড়াইয়া দিয়া আসিল । গদাধর গানের বিশেষ-কিছু বোঝেন না, ভদ্রতার খাতিরে একমনে শুনিবার ভান করিয়া বসিয়া রহিলেম । রেকর্ড শেষ হইলে মুখে কৃত্রিম উৎসাহের ভাব আনিয়া বলিলেন—বেশ, বেশ, ভারি চমৎকার। ওখানাও দাও, শুমি । শোভা কিন্তু নিজে একবারও জিজ্ঞাসা করিল না, গান কি-রকম হইয়াছে। ৰোধহয় গদাধরের নিন্দ বা স্বখ্যাতির উপর সে কোনো আস্থা রাখে না। রেকর্ড বাজানো শেষ হইয়া গেল। শোভা একবার ঘড়ির দিকে চাহিল। গদাধর ইঙ্গিত বুঝিতে পারিলেন। এইবার বোধহয় শোভা উঠিবার জন্য ব্যস্ত হইয়াছে, দশটা প্রায় বাজে। অনিচ্ছার সহিত র্তাহাকে বলিতে হইল—আচ্ছা, আমি তাহলে আসি। —আস্থন । —আমার কথার কোনো উত্তর দিলে না তো ? —কি কথা, বুঝলাম না। —আমার ফিল্ম কোম্পানিতে কণ্টাক্ট করার। শোভা গষ্ঠীর মুখে বলিল—আপনি আমার সঙ্গে পরামর্শ ক'রে কাজ করুন, এ-কথা আমি আপনাকে বলচি মে। তবুও কণ্টাক্ট করার আগে আমায় বললে পারতেন। আপনার টাক! গেল, তাতে আমার কিছুই নয়। আপনার টাক আপনি খরচ করবেন, তাতে আমার কি বলার থাকতে পারে । কিন্তু আপনি মে-কাজ জানেন না, সে-কাজে না নামাই আপনার উচিত ছিল। অবিপ্তি আমি এমনি বললাম। আপনাকে বাধাও দিচ্ছি নে, বা বারণও করচি নে। আপনার বিবেচনা আপনি করবেন। —তোমার কি মনে হয়, এ-ব্যবসা লাভের হবে না ? —আমার কিছুই মনে হয় না। অামায় জড়াচ্চেন কেন এ-কথায় ? —না, বললে কিনা কথাটা, তাই বলচি । g —আমার যা মনে হয়, তা আপনাকে আমি বললাম। ফিল্ম কোম্পানি খুলে সকলে যে লাভবান হয়, লক্ষপতি হয়, তা ময় বলেই ধারণা। অঘোরবাবু অবিশুি দু-তিনটে ফিল্ম, কোম্পানিতে ছিলেন, কাজ বোঝেন—তবে অনেস্ট কিলা জানি না। আপনি করেন অন্ত ব্যবসা, এর মধ্যে আপনি না নামলেই ভালো করতেন ! —তুমি বড় নিরুৎসাহ ক'রে দাও কেন লোককে ! নামচি একটা শুভ কাজে—তুমি আসবে কিনা বলে । —দোহাই আপনার গদাধরবাবু, আমি কিছু নিরুৎসাহ করি নি। আপনি দমবেন না। ক্তৰে আমার কথা যদি বলেন, অামার আলা হবে না।