পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দম্পতি ३३é --দায়ার কাছে তিনটে টাকা আছে, তুলে রেখে দিইচি, তাই নিয়ে যান। সপ্তাহের শেষে অনঙ্গ আবার জরে পড়িল । তবে এবার জরটা খুব বেশি নয়, সাধারণ ম্যালেরিয়া জর, এসময় পাড়াগায়ের ঘরে-ঘরেই এমন জর লাগিয়া আছে, তাহাতে ডাক্তারও আসে না, বিশেষ কোন ঔষধও পড়ে না। তৰুও ভড়মশায় ডাক্তার ভাকানোর প্রস্তাৰ করিয়াছিলেন, অনঙ্গ কথাটা উড়াইয়া দিয়া বলিঙ্গ—হ্যা, আৰার ভাক্তার কি হবে ? বরং ডাকঘরের কুইনিন এক প্যাকেট কিনে দিন, তাই খেয়েই যাৰে এখন—ভারি তো জর । সে জরে তিন-চারদিন ভূগিয়া তখনকার মত গেল বটে, কিন্তু দিন অন্ন পথ্য করিতে না করিতে আবার জর দেখা দিল। একেই সে ভালো ভাবে সারিয়া উঠিতে পারে নাই প্রথম অস্ত্রখের পর, এভাবে বfর-বার ম্যালেরিয়ায় পড়াতে আরও দুর্বল হইয়া পড়িল, রক্তহীনতার দরুন মুখ হলুদে ফ্যাকালে-রংএর হইয়া আসিল, শরীর রোগ, মাথার সামনের চুল উঠিয়া সিথির কাছট। কুত্র ধরণের চওড়া হইয়া গেল, ভাতে কচি নাই, একবার পাতের সামনে বসে মাত্র, মুখে কিছু ভালো লাগে না । সংসারে বেজায় টানাটানি চলিতেছিল, শীত পড়ার মুখে হলুদের দর একটু চড়াতে, হাটে-হাটে আগের চেয়ে আয় কিছু বাড়িল । অনঙ্গ আজকাল ব্যবসা বেশ বোঝে, সে নিজে অস্থখ শরীরে শুইয়া-শুইয়া একদিন মুখুজ্যে-বাড়ী হইতে শুকনো পিপুল কিনিয়া আনাইল এবং সেগুলি হাটে পাঠাইয়া পাচ-ছ টাকা লাভ করিল। একদিন সে আবার ভড়মশায়কে ধরিল কলিকাতা যাইৰার জন্য। ভড়মশায় বলিলেন—বেশ ! —বড় দেরি হয়ে যাচ্চে ঘাই-যাই ক’রে, কাজ স্তে আছেই, আপনি কালই যান। টাকা সকালে নেবেন, না এখন নেবেন ? —এখন পাচজায়গায় ঘুরবেনিজের কাজে, কোথায় হারিয়ে যাবে। কাল সকালে বরং. উৎসাহে অনঙ্গ মাহুর ছাড়িয়া ঠেলিয়া উঠিল বিকালে। পরদিন সকালে ভড়মশায় টাকা নিতে আসিলে, অনঙ্গ তাহার হাতে একটি বেশ ভারি-গোছের পোটল দিয়া বলিল—এটা ওঁকে দেবেন । "Γ. কাল সারাদিন ধরিয়া গুছাইয়াছে সে, ভড়মশায় দেখিলেন, তাহার মধ্যে হেম জিনিস নাই বা নাই। গোটাকতক কাচা পেঁপে, এমন কি একটা মানকচু পর্যন্ত। তা ছাড়া গাছের বরবটি, আমসত্ব, পুরানো তেঁতুল, পোস্তদানার বড়ি ভড়মশায় মনে-মনে হাসিলেন, মুখে কিছু বলিলেন না । অনঙ্গ আঁচল হইতে খুলিয়া আরও তিনটে টাকা বাহির করিয়া বলিল—ভাড়া বাদে একটা টাকা নিয়ে যান, যাবার সময় হরি ময়রার দোকান থেকে নতুনগুড়ের সন্দেশ সের छूहे मिरग्न बांय्दन । ভড়মশায় ক্লিক্তি না করিয়া টাকা কয়টি পকেটে পুরিয়া বলিলেন–চিঠি টিটি কিছু দেবে না ? दि. ब्र- ५२-**