পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দম্পতি ২২৭ —কি দরকার ? এখন কোনো দরকার হবে না। ওৰেলা এলো । —আচ্ছা, গদাধরবাৰুর কোনো সদ্ধান দিতে পারে ? আমি তার দেশের লোক, যশোর জেলার কাইপুর গ্রামে বাড়ী, ধান রামনগর" - চাকর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল—দাড়াও, আমি আসচি। छूक्छ्क्र वएक छष्यञांग्न किडूक्4 वैiछाहेब्रा ब्रश्लिन । कि मी-छांनि वळज ! कांकब्रफ़े নিশ্চয় মনিবকে চেনে, অন্তত: নামও শুনিয়াছে। এবার আবার দরজা খুলিল। চাকর মুখ বাড়াইয়া বলিল—আপনার নাম কি ? মাইজী বললেন, জেনে এসো | —আমার নাম, মাখনলাল ভড়। আমি বাবুর সেরেস্তার মূহুরী। বলে গিয়ে, স্বাও । কিছুক্ষণ পরে চাকর পুনরায় আসিয়া ভড়মশায়কে উপরে লইয়া গেল । ভড়মশায় উপরে গিয়া আশ্চর্ঘ্য হইয়া গেলেন, এ সে মেয়েটি নয়-সেবার স্বাহার সহিত দেখা করিয়াছিলেন। ইহার বয়স বেশি, গায়ের রং তত ফরসা নয়। " মেয়েটি বলিল—আপনি কাকে চান ? ভড়মশায় অপরিচিত স্ত্রীলোকের সন্মুখে কথা বলিতে অভ্যস্ত নন, কেমন একটা আড়ষ্টত। ও অস্বপ্তি বোধ করেন এসব ক্ষেত্রে । বিনীতভাবে সসঙ্কোচে বলিলেম-আজ্ঞে, গদাধর বস্তু, নিবাস যশোর জেলায় । মেয়েটি হাসিয়া বলিল—বুঝেচি, তা এখানে খোজ করচেন কেন ? —এখানে আগে খিনি থাকতেন, তিনি এখন নেই ? —কে ? শোভা মিভির ? —আঞ্জে হ্যা। ওই নাম । —সে এখান থেকে উঠে গিয়েচে। তাকে কি দরকার ? —র্তার সঙ্গে আমাদের বাবুর জানাশোনা ছিল, একবার তাই এসেছিলাম। —গদাধর বস্থ । দ্যাশনাল সিনেমা কোম্পানীর জি, বস্থ তো ? —আঞ্জে হ্যা, উনিই আমার বাৰু। কিন্তু••• মেয়েটি বলিল—তা আপনি বলচেন গদাধরবাৰুর মুহুরী দেশের—কিন্তু আপনি উার কলকতার ঠিকানা জানেন না কেন ? ভড়মশায় পাকা লোক। ইহার কাছে ঘরের কথা বলিয়া মিছামিছি মনিবকে ছোট করিতে ৰাইবেন কেন ? স্বতরাং বলিলেন—অাজে, তার সেরেস্তায় চাকরি মেই আজি বছরবিধি। তাকে একটু বলতে এসেছিলাম, যদি চাকরিটা আবার হয়, গরীব মানুষ, কাচ্চা বাচ্চ নিয়ে বড় বিপদে পড়েচি, তাই। - —আপনি টালিগঞ্জে গিয়ে স্টুডিওতে দেখা করুন, ঠিকানা কাগজে লিখে দিচ্চি— বাড়ীতে এখন স্টার দেখা পাবেন না।