পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাৰলী هٔ فج ভড়মশায় কি করিবেন ভাবিতেছেন—এমন সময় পূর্বের সেই তরুণ বয়স্ক ভালোকটিকে এদিকে আসিতে দেখিতে পাইলেন। ভড়মহাশয়কে দাড়াইয়া থাকিতে দেখিয়া তিনি কাছে আসিয়া বলিলেন—কি, এখনও দাড়িয়ে আছেন যে দেখা হয়নি? এই তো গেলেন উনি । ভড়মশায় নিরীহমুখে বলিলেন-আজ্ঞে, দেখা হয়েচে। ওই মেয়েটি কে বাৰু? ভালোক বিস্ময়ের দৃষ্টিতে ভড়মশায়ের দিকে চাহিয়া বলিলেন—চেনেন না ওঁকে ? উনিই শোভারাণী—মস্ত বড় ফিল্ম্স্টার—ওই । মিঃ বোসের কপাল খুব ভালো। দু’খানা ছবি মার খেয়ে যাবার পরে—আশ্চৰ্য্য মশাই, শোভারাণী নিজে এসে যোগ দিয়েচে–চমৎকার ছবি হচ্চে—ডিস্ট্রিবিউটারের খরচের সৰ টাকা দিয়েচে । শোভারাণীর নামের গুণ মশাই— মিঃ বোল এবার বেশ-কিছু হাতে করেছেন, শোভারাণীর সঙ্গে—ইয়ে—খুব মাখামাখি কিনা ? এক সঙ্গেই আছেন দু'জনে। আপনি কাজ খুঁজছেন বোধ হয় ? ত, ধরুন না গিয়ে ম্যানেজারকে—আমি মশাই, বড় ব্যস্ত। গাড়ী নিয়ে যাচ্ছি একটা জিনিল জানতে, শোভারাণীর বাড়ীতেই•••ভুলে ফেলে এসেচেন—নমস্কার । ভড়মশায় হতভঙ্গের মত দাড়াইয়া রছিলেন।