পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८खTांडिब्रिछ* Sße কুসুম বললে—এখন বাড়ী যাও খোকা— —আমি এখন যাব না ! থাকি না কেন ? কুস্কমের বাবু আমার এই কথার উত্তরে কি একটা কথা বললে, আমি তার মানে ভাল বুঝতে পারলাম না। কুসুম ওর দিকে চেয়ে রাগের স্বরে বলল—যাও, ওকি কথা ছেলেমামুষের সঙ্গে ! বাড়ী গিয়ে মাকে বললাম—ম, তুমি হিঙের কচুরি খাও নি ? —কেন ? —আমি খেয়েছি । এত বড় বড়, হিঙের গন্ধ কেমন । —কোথায় পেলি ? —কুস্কমের বাবু এনেছিল, আমায় দিয়েছিল । --পাজি ছেলে, ওখানে যেতে বারণ করেছি না । ওখানে যাবে ন! । -—কেন ? —কেন কথার উত্তর নেই। ওখানে যেতে নেই। ওরা ভাল লোক না । —না মা, কুহুম বেশ লোক। আমাকে বড় ভালবালে। হিঙের কচুরি রোজ দেয়। —আবার বলে হিঙের কচুরি! বাড়িতে পাও না কিছু ? খবরদার, ওখানে যাবে না বলে দিচ্ছি । কুমুমের বাড়ী এর পরে আর দিন-দুই আদৌ গেলাম না। কিন্তু থাকতে পারি নে না গিয়ে। আবার মাকে লুকিয়ে গেলাম একদিন । কুস্কম বললে—তুমি আস নি যে ? —ম বারণ করে । —তবে তুমি এসে না । মা আবার বকবে । —আসি নি তো দুদিন । —এলে যে আবার ? —তোমায় ভালবাসি তাই এলাম। —ওরে আমার সোনা! তুমি না এলে আমারও ভাল লাগে না । তুমি না এলে তোমার জন্তে মন কেমন করে । gh —আমারও ৷ —কি করব, তেমন কপাল করি নি। তোমার মা তোমায় পাছে বকেন তাই ভাবছি। —মাকে বলব না। আমার মন কেমন করে না এলে। আমি এখন যাই । --সন্দের সময় এসে । —ঠিক আসব। কুম্বমের সঙ্গে চুক্তি অনুযায়ী সদ্ধের সময় যাই। কুমের বাৰু এসে আমায় দেখে বললে— এই যে ছোকরা । ক-দিন দেখি নি কেন ? সেদিন তোমার জন্তে খাস্ত গজা নিয়ে এলাম, তা