পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুশোচনা ৰালাদাস আপ্তে সকালে উঠে ব্যস্ত হয়ে পড়লেন। আজ রবিবার, তাতে পাপস্বীকারকারীদের দল আর একটু পর থেকেই আসতে শুরু করবে। স্নান সেরে তিনি তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন ভজন-মন্দিরে যাবার জন্যে । o বালীদাস আপ্তে কংকন প্রদেশের টুম্বঘাট ও পানজিম অঞ্চলের একজন নাম-করা লোক । গোয়া থেকে যাতায়াতের বড় সড়কের ওপর সেণ্ট জেভিয়ায়ের যে ক্ষুদ্র গ্রাম্য মন্দির অৰস্থিত, বালাদাস সেখানকার সহকারী পুরোহিত, সাধারণ উপাসনা করেন না বড় একট, রবিবার সকালে পাপস্বীকার গ্রহণ করেন ও বিধি অনুসারে দণ্ড দেন। বালাদীসের পবিত্রতার জন্যে সকলে তাকে খুব মানে, ভয়ও করে । কনফেশন্যালের ক্ষুদ্র ঘুলঘুলি দিয়ে মস্ত বড় জনারের ক্ষেত আর নীচু পশ্চিমঘাট শৈলশ্রেণীর দৃশ্ব দেখতে দেখতে অপরাধী ভক্ত এক একবার যখন বালাদাসের দীর্ঘ দাড়ির দিকে চায়, তখন সত্যই নিজেকে সে ঘোর পাপী ও অসহায় মনে না করে পারে না । বালীদাস জর্ডনের পবিত্র জলের আধার থেকে নিজে একটু জল মাথায় দিয়ে ক্যাম্বিসের চটের মত লগা গাউন পরে সেটি জেভিয়ারের ধর্মমন্দিরের ঘুলঘুলি-জানালায় গিয়ে বসেন টুলের ওপর। গত বিশ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি। তার আগে গোয়ার একজন মেসন ব্যবসায়ীর নকলনবিশ ছিলেন । খুব সকালে প্রথমেই এসেছে একজন চাষী লোক । বালাদাস র্তার বাধা কাজ কলের মত করে যান । চাষী লোকের মাথায় জর্ডনের জল ছিটিয়ে দিয়ে তার নিজের সম্প্রদায়ের অনুমোদিত লাটিন মন্ত্র ভুল উচ্চারণে আবৃত্তি করে চলেন— আউট ননকমিটিস্ সনকেমিটিস্ ও ডেল্লা জেস্ব ননকমিটি সনকোমিট ও ইমিড জিস মারি হিপোক্রিটিএ নিহিল স্তলিভিটর এ fআউট— তার পর গ্রামকৃষককে জিজ্ঞেস করেন গম্ভীরস্বরে—কি কি দোষ বলিয়া যাও। পারক্রিকের সভায় ভগবান সিংহাসনে অসীন। দেবদূতগণ ভেপু বাজাইয়া শেষ বিচারের দিন তোমার কৃত সমুদয় পাপরাশি সকলের কাছে প্রচার করিতেছে। তুমি কি কিছু লুকাইয়া রাখিতে চাও ? সংযত সাধুভাষার বাক্যে চাষা ভীত ও স্তব্ধ হয়ে পুরোহিতের মুখের দিকে চেয়ে বলল— কিছু লুকোব না হুজুর। সোমবার সন্দেতে, সলোমন বালকৃষ্ণ যে কুমড়োর ক্ষেত করেছে পাশেই, সেখান থেকে দুটো কুমড়োর জালি না বলে নিয়ে— বালাদাস চমক দিয়ে বললেন—বল চুরি রূপ মহাপাপ—আঙ্গে, চুরি রূপ মহাপাপ করেছি। মঙ্গলবার কিছু নেই। বুধবার—