পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুশল পাহাড়ী 9&ot মুক্তকেশী চেচিয়ে বললে—তেজ করে যেমন বেরুনো হল তেমনি আর ঢুকে না বাড়ীতে কালামুখ নিয়ে—দেখবো তেজ—কে জর হলে দেখে, তা দেখবো । - কেশব গাঙ্গুলী হন হন করে বাড়ী থেকে বেরিয়ে চলে গেলেন। হোক জর। নৈহাট থেকে এখানে এসে পৰ্য্যন্ত ম্যালেরিয়ায় ভুগছেন। দুৰ্ব্বল করে ফেলে দিয়েছে বড়। তা হোক । যা হয় হবে । কেশব গাঙ্গুলী রেলে চাকরী করতেন। চাকুরী থেকে অবসর নিয়ে নৈহাটিতে বাড়ী করেছিলেন, কিন্তু বারো চোদ্দ বছর বসে খেয়ে প্রভিডেন্ট ফণ্ডের সামান্য টাকা যা বাড়ী তৈরীর পর অবশিষ্ট ছিল, ক্রমে ক্রমে ফুরিয়ে যেতে লাগল—এখনো ছোট মেয়ের বিয়ে বাকী । টাক। ফুরিয়ে গেলে কি খাবেন ? অগত্যা নৈহাটির বাড়ী বিক্রি করে পৈতৃক গ্রামে এসে এই দুবছর বাস করছেন। সরিকদের সঙ্গে ঝগড়া করে দু’ঝাড় বঁাশ ও বিঘে-দুই ধানের জমির ভাগ পেয়ে যাহোক একরকম চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মেয়ে দুটি আর পরিবারের জন্যে সত্যি র্তার সংসারে বিতৃষ্ণা হয়ে গিয়েছে। মেজ মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামীর চরিত্র ভালো নয়, সে মেয়ে তার কাছেই আছে বিয়ের দু’বছর পর থেকেই। সব দিক থেকেই তার গোলমাল । ভূেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একরকম নিঝঞ্ঝাট হবেন, কিন্তু আর সংসারে তার দরকার নেই । যাদের জন্য চুরি করেন, তারাই বলে চোর। সে সংসার আর ধরতে আছে ? e কেশব গাঙ্গুলী রেলের বোতাম বসানো সাদা কোট একটা নিয়ে বেরিয়েছেন, রেলের ভাড়া লাগবে না। রেলের বোতাম-ওয়ালা কোট দেখলে ছেলেছোকরা টিকিট-চেকাররা একবার চেয়ে দেখে চলে যায়, কিছু জিগ্যেস করে না । একটি পয়সা র্তার নিজের হাতে নেই। হাজার চারেক টাকা আছে স্ত্রীর নামে আর হাজার তিনেক আছে অবিবাহিত ছোট মেয়ের নামে । যদি তিনি মারা যান, মেয়ের বিয়ে দেওয়ার আগেই, কারণ বয়স তার যথেষ্ট হয়েছে, "তাই বন্ধুবান্ধবদের পরামর্শে নৈহাটিতে থাকতে বাড়ীবিক্রীর টাকা থেকে ছোট মেয়ের নামে টাকাটা রেখেছিলেন । আজ চাইলে কেউ একটা পয়সা র্তাকে দেবে ? না স্ত্রী, না মেয়ে । همی তাই হাটের পয়সা থেকে দু’চার আন এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলী । না করলে চলে না। উীর নিজের একটু নন্তি, একটু তামাক, হয়তো বা ইচ্ছে হল দুপেয়ালা চ কিনে খেলেন—এ পয়সা আসে কোথা থেকে । - মুক্তকে এ সন্দেহ করেছিল আগে থেকেই। তাই স্বামী হাট থেকে ফিরলে জিনিসপত্রের ওজন, দরদপ্তর সম্বন্ধে খুঁটিয়ে খুটিয়ে জিগ্যেস করে, দাড়ি ধরে আলু , পটোল, চাল, ভাল ওজন করে নেয় ।