পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O&e বিভূতি-রচনাবলী হঁ্য, জরুর দেখিয়ে গা । এক পয়সা দাম হাম্‌ নেহি লেঙ্গে। তিন-তিন বিঘা দে-দেঙ্গে হরএক ফ্যামিলিকো । —বেশ । আপনাদের এথানে কতজন লোক থাকে ? —এই দশ-বারোঠো আদমি রহত হ্যায়। নৌকর চাকর লে-কর-কে । লোক নেই, ঐ আমার বড় দুঃখু আছে। g —আমি ব'লে দেখবো, আসতে পারে, অনেকে জমি তো পাচ্চেই না। দশ-বিশগুণ দাম দিয়ে জমি কিনেচে । —একপয়সা নেহি দেনে হোগা । যেত না জমি মাঙ্গে, ও হাম দে-দেঙ্গে । আপনি আম্বন না ? আপনি এলে পাচ-বিঘা জমি দেবো । - আমি জমি কি করবে। এখানে ? অবস্থা এমন কিছু ভাল নয় যে, জমি কিনে বাড়ী করবো। কাকে নিয়েই-ব ঘর পাতবো ? আমি হচ্চি ভবঘুরে ক্লাসের লোক। জমি-বাড়ী আমার জন্যে নয়। কথাটা বলেই ফেল্লাম । বৃদ্ধ বল্লে—আপনি সাদি করেন নি ? -नां । —ঘরমে কৌন হ্যায় ? —কাকা আছেন, তার ছেলেরা আছে । —মা-বাপ-ভি নেহি ? —কিছু না । —এখানে কোথায় যাচ্চেন ? —কোথাও না । ব্যবসা করবো ব'লে দেখে বেড়াচ্ছি । রামলাল হেসে বল্লে—কুছু-কুছু লিখাপড়া তো জানেন ? —তা জানি । —ব্যস! তবে মিটেই গেল-তো। আপনি আমার এখানে আস্বন।.সমূজা ? —কি সমৃজাবো ? এখানে কি ক’রে থাকবে, থাকলে পেট চলবে কোথা থেকে ? খাবো কি ? - বৃদ্ধ হোহো করে হেসে উঠে বল্লে—খাবার কুছ তকলিফ নেই হোবে, আমি খেতে দেবো। আপনাকে আমি রেখে দেবো এখানে। মৌজ-মে থাকবেন। খাবেন। আজসে রহ যাইয়ে। বড় খুশি হবো । দো-মনী মাৎ কিজিয়ে ৷ একঠো ঘর আপকো দে-দেঙ্গে বাসোকে লিয়ে। থাকতেই হবে আপনাকে । ভবঘুরে আমি সেইদিন থেকে ভরহেচ, নগরে স্থায়ী নাগরিক হয়ে পড়লাম। বুদ্ধ রামলাল ও আমি কখনো বৈঠকখানায়, কখনো বনের প্রাস্তে বসে ভবিষ্যতের ছবি আঁকতাম। ভরহেচ, নগর মস্ত জায়গা হবে-“এখানে হবে সিমেন্টের কারখানা...ওখানে