পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88s বিভূতি-রচনাবলী আবার সেই টাকা নিয়ে চাটগ ছুটি । টাকা দিতে যাবো, অন্য আড়ৎদারেরা ডেকে বঙ্গে, বাবু, মাল নেবেন না। বাজার পড়ে গিয়েচে । কলম্বো থেকে লঙ্কার অর্ডার একদম বন্ধ। বায়ন যা দিয়েচেন, যায় যাকৃ। মহাজনের টাকা বঁাচান । আমি জুড়ন বণিকের সঙ্গে দেখা না করে সেই রাতেই চলে এলাম চাটগা থেকে— এইবার নিবারণ একটা কিছু বলবে ঠিক করে বসে ছিল কিন্তু চাকর এসে জানালে, ভেতরে তাকে মা কি জন্যে ডাকচেন । বাধ্য হয়ে তাকে উঠে যেতে হল। সাতকড়ি কৰ্ম্মকার সম্বন্ধে একটা গল্প আজও আমাদের গ্রামে প্রচলিত আছে । একবার ওরা বাড়ী এসেচে। সাতকড়ি রাস্তায় পায়চারি করচে গায়ের শাল বাড়ীতে খুলে রেখে এসে, এমন সময় পাশের গ্রামে বেলডাঙার হীরু বাগদি চুপড়ি মাথায় কই মাগুর বিক্রি করতে নিয়ে যাচ্ছে । সাতকড়ি ডেকে বল্পে—এই, কি মাছ ? হীরু বাগদি ভিন্‌ গায়ের লোক, সে সাতকড়িকে চিনতো না । গ্রামে সাধারণত ওরা মাছ বেচতে চায় না । কারণ গ্রামের লোকে ঠিক দর দিতে চায় না, তার ওপর দাম বাকী রাখে । তিন হগুী হঁাটাইটি না করলে সে দাম আদায় হয় না। কাজেই সে বল্লে—মাছ হাটে নিয়ে যাচ্ছি, এখানে মুই নামাবো না । —নামাও । কণ্ঠস্বরে গম্ভীর কর্তৃত্বের স্বম্পষ্ট প্রকাশে বোধ হয় ভয় পেয়েই হীরু বাগদি মাছের চুপড়ি রাস্তার ওপরে নামালো । আমনি চারিধারে ছেলের দল ছুটে গেল মজা দেখবার জন্তে । সাতকড়ি হীরে-বসানো আংটি দিয়ে মাছ দেখিয়ে বল্লে—কত দর ? —দর কম হবে না বাৰু! হাটের যা দাম তাই নেবো "মাগুর ন’আন আর কই আট আনা— সাতকড়ি আংটি নেড়ে বল্লে—দশ-বিশ হাজারে মরিনে, দশ-বিশ হাজারে মরিনে— যত মাছ আছে সবগুলো নামিয়ে দিয়ে যাও । হীরু বাগদি এতক্ষণ মানুষ চেনে নি। সামান্য এক আধ সের মাছ কিনতে গিয়ে দশ-বিশ হাজারের কথা বলে, এমন লোকও সে কখনো দেখে নি। মাছ নামিয়ে দিয়ে সে তখন পালাবার পথ খুজে পায় না। বাইরে এসে আমাদের বল্লে—উনি কেড গো ? আমরা বল্লাম—কামারবাড়ীর কর্তা । —তা কি আর মুই চিনি ? বাবা! বলে কিনা, দশ-বিশ হাজারে মরিনে। মরা বঁাচার কথা মুই কি বল্লাম—মাছ কিনতি এসে অমন কথা বলবার দরকারডাই বা কি ! মুই আর আসবো না ইদিকি মাছ বেচতি । বছর দুই পরে ওরা সতীশের বিয়ে দিলে গ্রামে এসে মহাধুমধামে। ইংরজি বাজনার দল এলে, গ্যাসের আলো এসে আলোয় আলো হয়ে গেল বাশবনের আমবনের মাথা । এ অঞ্চলে আমন জাকজমক কখনো দেখা যায় নি। খাওয়ালেও খুব ওরা গ্রামের সবাইকে । BBBB BB BBD TBS BBBBBB BBBB BBS BBB CDSDDD DD