পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&ტპ বিভূতি-রচনাবলী শাশ্বত শাস্তি ও আনন্দ লাভ করা ভাল ? বল শুনি । রাজকুমার নন্দ বললেন, তন্তে, জন্ম-মৃত্যু নিরোধ করাই ভাল । —বেশ। তবে প্রত্ৰজ্য গ্রহণ কর। আর গৃহে ফিরে যেও না। এই শুভ মুহূর্তটির প্রতীক্ষাতেই আমি ছিলাম। শুভ মুহূর্ত জীবনে একবার আসে, দুইবার আসে না। হেলায় হারিও না সে মুহূৰ্ত্ত। যখন সত্যে প্রতিষ্ঠিত হবে, তখন দেখবে সংসার-সুখ তার কাছে অতি তুচ্ছ । 創 নন্দ শাক্যকুলজাত ক্ষত্রে বীর । আজ্ঞানুবৰ্ত্তিত তে কুলের ধৰ্ম্ম । বীরের মতই তিনি জ্যেষ্ঠ ভ্রাতার আদেশে তরুণী পত্নী প্রেমময়ী ভদ্রাকে মন থেকে মুছে ফেলে মাথা নীচু করে ঈষৎ হেসে বললেন, আপনি যা বলেন। —প্রব্রজ্যা গ্রহণ করবে ? —আপনি যা বলেন । —আজই মন্তক মুগুন করে প্রব্রজ্যা গ্রহণ কর। আর একটি কাজ করতে হবে। বড় কঠিন কাজ । —আদেশ করুন । —ভিক্ষাপাত্র হাতে ভিক্ষা করতে যেতে হবে তোমার জননী ও পত্নীর কাছে । আজই। —আপনি যা বলেন । এক বৎসর অতীত হয়েছে। পুনরায় ফাঙ্কন মাস। কিংশুক ও চম্পক ফুলের মেলা বসেছে বনে বনে, শৈলসহিতে, অধিত্যকার গর্ভদেশে প্রকাণ্ড একটি ভেরীর মত শিমূল বৃক্ষের কাও বেঁকে দাড়িয়ে আছে আকাশের নিয়ে। মাথায় তার ফুটন্ত ফুলের শোভা । শ্রাবস্তিপুরের জেতবনবিহারে ভগবান তথাগত একটি নাগকেশর বৃক্ষের ছায়ায় বসে শত্তর পিও ভোজন করছেন, পাশ্বে একটি স্থালীতে শালিধানের সিদ্ধান্ন—পুপভদ্রক-বিহারের ভিক্ষুণী উৰ্ম্মিমাতার প্রেরিত, ভগবান তথাগতের সেবার জন্য । এমন সময়ে জনৈক ভিক্ষু এসে কাছে দাড়াতেই বুদ্ধদেব বললেন, আবুল, কিছু বলবে ? —ভস্তে, নিবেদন আছে । g - —বল । —ভস্তে, আজ আপনার কনিষ্ঠ ভ্রাতা ভিক্ষু নন্দ আর একজন ভিক্ষুর কাছে বলছিলেন, তিনি গৃহস্থাশ্রমে প্রত্যাবর্তনে ইচ্ছুক। ব্রহ্মচৰ্য্যপালন আর তার দ্বারা নাকি সম্ভব হচ্ছে না। —কার কাছে বলছিল ? —ভিক্ষু ভেণ ও ভিক্ষু উন্ম.কের কাছে। --আবুল, তুমি আমার নাম করে আয়ুষ্মান নন্দকে বলে, আমি তাকে ডেকেছি। আর সামান্ত লৰণ পাঠিয়ে দিও ওর হাতে । - - - - -