পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুশল পাহাড়ী 80t বুদ্ধদেবের নিকট গিয়ে ধীরে ধীরে নন্দের কাওকীৰ্ত্তি সব নিবেদন করলেন। - ভগবান বুদ্ধদেব মনোযোগের সঙ্গে সবটুকু শুনে বললেন, আবুল, আয়ুষ্মান মঙ্গকে গিয়ে বলুন যে, আমি তাকে ডেকেছি। --ভন্তে, আপনার যা আজ্ঞা । নন্দ কিছুক্ষণ পরে এসে জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রণাম ও প্রদক্ষিণ করে কিছুদূরে বিনীত ভাবে দাড়িয়ে রইলেন । তথাগত বললেন, নন্দ, শুনলাম তুমি পুনরায় ব্রহ্মচর্য্যে অমনোযোগী হয়েছ, বিনয়গুলি রীতিমত প্রতিপালন কর না ? —ভন্তে, এ কথা সত্য । —তুমি পাথরের গায়ে তোমার পত্নীর চিত্র অঙ্কণ করে তারই দিকে তাকিয়ে রাত্রিকেল। হাস র্কাদ ? —ভন্তে, হ্যা । —কেন এমন আশ্রমবিরুদ্ধ আচরণ কর ? - —ভস্তে, এ কথা আমি পুর্বেই আপনাকে নিবেদন করেছি। আপনার ভ্রাতৃবধু শুকানী জনপদকল্যাণীর কথা বিস্মৃত হতে পারছি না, তিনি আমার সমস্ত মন বুদ্ধি অধিকার ক’রে আছেন ব’লেই আমি ব্রহ্মচর্য্যে স্থিতিলাভ করতে পারছি নে। আপনি আদেশ করুন, আমি গৃহস্থাশ্রমে ফিরে যাই । আমার কিছুই হচ্ছে না। দু' দিকই গেল । ভগবান জিন স্নেহ ও অনুকম্পার দৃষ্টিতে এই তরুণবয়স্ক কনিষ্ঠ ভ্রাতার দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর তাকে ইঙ্গিত করলেন নিকটে এসে উপবেশন করতে । ধীরে ধীরে বললেন, নন্দ, একটা পুরনো কথা বলি শোন । যখন উরুবিশ্ব গ্রামের অরণ্যে আমি অভিসম্ভোধি লাভ করলাম, তখন আমি ভাবলাম এ ধৰ্ম্ম সাধারণের কাছে প্রচার করব কি না। ভোগাসক্ত বিচারশক্তিহীন ভাবপ্রবণ মানবসমূহের পক্ষে ধর্মের এ আদর্শ উপলব্ধি করা অত্যন্ত কঠিন হবে। আমি নিশ্চেষ্ট হয়ে সেই বনে কিছুকাল অবস্থান করি। একদিন সাহস্পতি ব্ৰহ্মা আমাকে এসে অনুরোধ করেন মানবসমাজের কল্যাণের জন্য এই ধৰ্ম্ম প্রচার করতে। তারই কথায় আমি পূৰ্ব্বসিদ্ধাস্ত পরিত্যাগ করি। তারপর মনে ভাবলাম, সৰ্ব্বাগ্রে কার কাচে এ ধৰ্ম্ম প্রচার করব । কে বুঝবে ? অনেক চিন্তার পরে আমার দুই পূৰ্ব্বতন গুরু আবাদ কালাম ও রুদ্রক রামপুত্রের কথা মনে পড়ল। তখনই ধ্যানে বসে দেখলাম, ঐ দুই মহাত্মা মাত্র দশ দিন পূৰ্ব্বে দেহত্যাগ করেছেন । তা হ’লে উপায় ? মানুষ নেই, সবাই তোমার মত নিৰ্ব্বোধ। তখন আমার পাচজন সাধন-সঙ্গীর কথা মনে পড়ল। র্তারা ছিলেন ঋষিপত্তন মৃগদাবে সাধনারত । এদের গিয়ে উপসম্পদ দান ক’রে ধর্মপ্রচারে নিযুক্ত করলাম। শীঘ্রই তারা সত্যতত্বের ধ্যানে সম্পূর্ণ অধিকারী হলেন এবং জনসমাজে সন্ধৰ্ম্ম প্রচারের প্রকৃত যোগ্যতা লাভ করলেন । আমিও এই পয়ত্রিশ বছর সত্যের প্রচারে নিজেকে নিযুক্ত রেখেছি। আমার নিজের উপলব্ধি এই যে, هكاسـلا لا ,ة ،ةf