পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कूषण नोहॉफ्रैंौ sëa শায়মান, কটিতটস্থ দুকুলরাজি কাঞ্চীকলাপে বিলাসাতি, এদের ক্ষীণ কটিদেশ কুচযুগের ভাৱে যেন পরিশ্রান্ত, কমলকোরকের সহিত স্পৰ্দ্ধাধারী স্কটাক্ষ নয়ন যেন সকল পুরুষার্থের সাধক ৷ - বেচারী নন্দ । তার মাথাটি ঘুরে গেল। তিনি সব বিশ্বত হলেন। ভুললেন কপিলাবাস্তুর রাজপ্রাসাদ, ভুললেন কল্যাণী জনপদলক্ষ্মী ভদ্রার ব্যাকুল নয়ন জুটি। বললেন, ভঙ্কে, যদি এদের লাভ করতে পারি এমন প্রতিশ্রুতি দেন, তবে আমিও কথা দিলাম, আজ থেকে অতি নিষ্ঠ ও মনোযোগের সঙ্গে বিনয় প্রতিপালন করব। ভিক্ষুগণ ক্রমে শুনলেন যে ভগবান তথাগতের কনিষ্ঠ ভ্রাতা নন্দ একপাল দেবকন্ত লাভের আশায় পুনরায় ব্রহ্মচৰ্য্য পালনে মনোযোগী হয়েছেন। এবার অধ্যবসায় আগেকার চেয়ে অনেক বেশী । দু' চারজন সমবয়সী ভিক্ষু ঠাট্টা ক'রে বলতে লাগলেন, বাহবা নন্দ, ভাল মজুরি বটে ! একেবারে একটি দল দেবকন্তা লাভ ! কেউ কেউ বললেন, আরে বাবা! নন্দ বোকা নয়। দাদার কাছ থেকে পুরস্কারটি আগে আদায় করবার প্রতিশ্রুতি পেয়ে তবে ব্রহ্মচৰ্য্য আরম্ভ করেছে। পাকা ঘুঘু নন্দ । আয়ুষ্মান নন্দ কারও কোন ঠাট্টা-বিদ্রুপে কৰ্ণপাত না করে একাগ্র মনে প্রচও উৎসাহ ও অদম্য অধ্যবসায়ের সঙ্গে সাধনা করতে লাগলেন। র্তার কঠোর আত্মসংযম ও বিনয় প্রতিপালনের দৃঢ়তা প্রৌঢ় ভিক্ষুগণকে পর্য্যন্ত তাক লাগিয়ে দিল । পাচ বৎসর এইভাবে দিনরাত্রি কোথা দিয়ে কেটে গেল, নন্দ তার কোন খবরই রাখেন না। অদূরবর্তী নিৰ্ব্বিন্ধ্যা নদীর বারিপতনে যেন সত্যতত্বের আভাস ভেসে আসে। সকল প্রকার গার্হস্থ্য মুখের চিন্তা তিনি ক্রমে পরিত্যাগ করলেন । ধৰ্ম্ম, অর্থ, কাম, মোক্ষ, যশ, মুক্তি, বিলোপ ও নিৰ্ম্মললোক প্রভৃতির সমুদয় আশা আকাঙ্ক্ষা ও ঋতুসমূহের পুষ্পস্তবক ফল ও নবীন কিশলয়রাজি বারংবার তার উগ্র তপস্তার সম্মুখে নতমস্তকে অভিবাদন জানিয়ে গেল । e একদিন রজনীর শেষযামে উধার অরুণচ্ছটা দিথলয়ে উকি দেবার উপক্রম করেছে, এমন সময় হঠাৎ জেতবন দিব্য-জ্যোতিতে পূর্ণ হয়ে গেল। এক দীপ্তিমান দেবতা ধ্যানাসনে উপবিষ্ট ভগবান তথ্যগতের সম্মুখে অবিভূত হলেন এবং তাকে প্রণাম ও প্রদক্ষিণ করে বিনীতভাবে জানালেন, ভগবান, অন্ত ভগবানের মাতৃথলাপুত্র আয়ুষ্মান নন্দ ক্ষীণাঙ্গ হয়ে চেতোবিমুক্তি লাভ করলেন । তার জয় হোক । ভগবান জিন ঘাড় নেড়ে জানালেন, হ্যা, এ আমি অবগত হয়েছি। —আমার প্রণাম গ্রহণ করুন । - দেবদূতের অন্তৰ্দ্ধানের অল্প পরেই বনে বনে বিহঙ্গকুল কলরব করে উঠল। ভিক্ষুগণ শয্যা ত্যাগ করলেন। স্বর্ধ্যোদয়ের চিহ্ন প্রকাশ পেল পূৰ্ব্ব আকাশে । ভিক্ষু উপালী প্রতিদিনের