পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चहैक्षं खण 88) আমি সামলে নিয়ে বললাম—বারোয়ারি ? হ্যা, হচ্চে শুনেছি ••••• হঠাৎ আমার মনে হল খেমটা নাচ হচ্চে শুনে হারান যদি আজ আমার নৌকোতেই ( কারণ আমি আজ যাবোই ঠিক করে ফেলেছি) মঙ্গলগঞ্জে যেতে চায় তবে সব মাটি । পান্নার সঙ্গে দেখা করার কোন স্ববিধে হবে না ও আপদের সামনে, এমন কি, হয়তো নাচের আসরেই যেতে পারবে না। - স্বতরাং ওপরের উক্তিটি শুধরে নেবার জন্যে বললাম—কিন্তু সে কাল বোধ হয় শেষ হয়ে গিয়েচে । শেষ হয়ে গিয়েচে ? উদাসীন স্বরে বলি—তাই শুনছিলাম। আমার তো ৪দিকে যাওয়া-টাওয়া নেই— লোকে বলছিল— হারান বললে—হঁ্যা, তুমি আবার যাবে খেমটার আসরে নাচ দেখতে ! তোমাকে আমি আর জানি নে ! তা ছাড়া, তোমার সময়ই বা কোথায় ? তাহলে চলে একটু চা থেয়ে আসবে । —না ভাই, আমায় মাপ করো। হাতে অনেক কাজ আজকে— একটু পরে সনাতনদী এসে বললে—কাল নাকি সারা রাত কাটিয়েচ মঙ্গলগঞ্জে ? কি কেস ছিল ? বিরক্তির সঙ্গে বললাম—ও ছিল একটা— —আজ যাবে নাকি আবার ? —এত খবর তোমায় দিলে কে ? কেন বলে তো ? গেলে কি হবে ? সনাতনদী একটু বিস্মিত ভাবে আমার দিকে চাইলে, এই সামান্য প্রশ্নে আমার বিরক্তির কারণ কি ঘটতে পারে, বোধ হয় ভাবলে।" বললে—না, না—তাই বলছিলাম— —হঁ্যা, যেতে হবে। কেন বলো তো ? যা ভয় করছিলাম, সনাতনদী বলে বসলো—আমাকে নিয়ে যাবে তোমার নৌকোতে ? নাকি, ভালো বারোয়ারি গান হচ্চে মঙ্গলগঞ্জে । একটু দেখে আসতাম— আমার বুক টিপু টিপ করে উঠলো। বললাম—কে বললে ভালো ? রামো, বাজে খেমটা নাচ হচ্চে, কলকাতার থেমটা-উলীদের— সনাতনদা জানে, আমি নীতিবাগীশ লোক, স্বতরাং আমার সামনে সে বলতে পারলে না যে খেমটা নাচ দেখতে যাবে। আমিও তা জানতাম । খেমটা নাচের কথা শুনে সনাতনদা তাচ্ছিল্যের স্বরে বললে—খেমটা ? বাট মারো ! ও আবার ভদ্রলোকে দেখে । তুমি গিয়েছিলে নাকি ?..না, তুমি আবার ঘাচ্ছ ওই দেখতে । —গিয়েছিলাম একটুখানি। সনাতনদা সবিস্ময়ে আমার দিকে চেয়ে বললে—তুমি । হেসে বললাম—হ্যা, গে, আমি । বি. র. ১১—৪