পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

किम्लङ्ग प्रिक्ष ›ዓጫ —দেখে নেবো, কার সাধ্যি— —কি হয়েচে মশাই ? ব্যাপারটা কি মশাই ? —আলবৎ নিয়ে যাবে,−কত জোর গায়ে আছে দেখবে ? —ই৷ ই মশাই, থামুন,—থামুন— —ভদ্রলোক না ছোটলোক—চামার একেবারে— —মুখ সাম্লে—খবরদার— —আমাদের বোনের মত—আমাদের গায়ের মেয়ে— —পুলিস পুলিস– সবাই মিলে যখন একটা দক্ষযজ্ঞের স্বত্রপাত করে তুলেচে, তখন হঠাৎ আমার চোখ পড়লে রাণীর দিকে। সদ্য-বিধবা হতভাগিনী বালিক ভয়ে, বিস্ময়ে, লজ্জায় কেমন যেন বিবর্ণ হয়ে উঠে বড় বড় ভীতিপূর্ণ চোথে যুধ্যমান দল দুটির দিকে চেয়ে আড়ষ্ট হয়ে দাড়িয়ে রয়েচে—একে তো সে অজ পাড়াগায়ের মেয়ে, কলকাতাতেই বিয়ের আগে কখনো আসে নি, তার উপর আজই সে বিধবা হয়েচে । এত বেলা হয়েচে এক বিন্দু জল নিশ্চয়ই ওর মুখে যায় নি, এদিকে দেওর আর মামাশ্বশুরের এই কাণ্ডকারখানা.একপাল পুরুষমানুষের মধ্যে আজকার দিনে ওই বালিকা এক, এমন আর একজন মেয়েমানুষ নেই যে চোখের জল মুছিয়ে দেয়, একটা সহানুভূতির কথা বলে । ওর সেই ছবিটা আমার মনে এল, ওদের গায়ের পুকুরঘাটে সেই যে ওকে দেখেছিলুম— সহজ, সরল, নিশ্চিন্ত জীবনের আনন্দে ভরপুর, লীলাময়ী, সুন্দরী কিশোরী। একটা মুকুমার সন্ধ্যামালতী ফুলের লতাকে ছায়াবৃক্ষের শীতল আশ্রয় থেকে জোর করে ছিড়ে এনে কাশীমিত্রের ঘাটের চিতার আগুনের আঁচে বসানো হয়েচে—ওর চোখের জল পৰ্য্যস্ত শুকিয়ে গিয়েচে সেই আঁচে••• পুলিসের কথা শুনে ভাইবোন দুজনেই ভয় পেয়ে গেল। পাড়াগায়ের লোক, পুলিস সম্বন্ধে ওদের ধারণা খুব স্পষ্ট নয়। বোন ভয়ে ভয়ে বললে—দাদা, তুমি ঝগড়া কোরো না ওদের সঙ্গে, গহনা আমি খুলে দিচ্চি, ওদের দ্যাও—এই ধরে—পুলিস আসবার আগেই দিয়ে ছাও দাদা— দাদা আমায় বললে—দেখুন, আমি বলছি কুটুম্বের সঙ্গে একটা মনাস্তর করে কি হবে, রাণীও বলচে গহনাগুলো না হয় দিয়েই— - বললুম—কক্ষনে না। তা হতে পারে না । পুলিস আনবে আহক না ? ওদের সে সাহস হোলে তো ? তুমি ভয় খেও না । ছেলেরাও বললে—রাণী, তুই কিছু ভয় থাসনে । আমরা আছি এখানে, কারো সাধ্য নেই কিছু করে। ওরা তিনজন আর আমরা এগারজন— আমাদের দলের প্রতুল বলে যে ছোকরা আমার বাসায় আমাকে ডাকতে গিয়েছিল, সে বললে, আচ্ছ, দাড়ান আপনারা সবাই একটু—আমি রজনী ডাক্তারকে ডেকে আনি, তিনি নিকটেই থাকেন, প্রবীণ মানুষ, তিনি রাণীর বরের চিকিৎসা করেছিলেন এই অসুখে । তিনি যে রকম পরামর্শ দেন, তাই করা যাবে—কি বলেন ? মামাশ্বশুর আর তার সঙ্গী কি একটা পরামর্শ করলে নিজেদের মধ্যে। তারপর ওদের সঙ্গী সেই চোয়াড় লোকটা কোথায় চলে গেল । আমাদের দলের একটা ছোকরা বল্পে—গেল কোথায় ? বললুম—যেখানে খুশি যাক গে। চিতার দিকে লক্ষ্য রেখো-রাণীকে বলতে বলে ওর देि. ब्र. 8-x२