পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्झिन्न अल న్సరీ মেয়ের মূৰ্ত্তিতে আমায় দেখতে চাও? সেই মূৰ্ত্তিতে এখনি দেখা দেবো। বলতে বলতে সেই সাওতালদের মেয়েটি আমার সামনে দাড়িয়ে। বরং আরও নিটোল গড়ন শরীরের, মুখের ভাব আরও কমনীয়। বললুম—ও চাই না—তোমার মূৰ্ত্তি দেখাও দেবী । সেই রাত্রি থেকে বুঝলুম কালসাপ নিয়ে খেলা করচি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যেই। হয়তো একদিন মরবো এর হাতেই। সাপুড়ে সাপ খেলায় মন্ত্ৰে—আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশীদিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচী মূৰ্ত্তি ভুলে গেলু দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়—আমাহুষিক ধরণের এদের মন । মানুষের বিবর্তনের জীব এরা নয়। হয় তার ওপরে, নয় তার নীচে । একদিন দেবী আমায় বল্লেন—আর কিছুদিন যাক তোমায় বহুদূর নিয়ে যাবেী— —কোথায় ? —সে বলবো না এথন । —কত দূরে ? কোন দিকে ? —এত দূরে এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা ? সব ভুলে গেলাম আবার । পিশাচিনী মধুমুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে—আমার সামনে হাস্তলাস্তময়ী, যৌবনচঞ্চল, মুগ্ধস্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী। দেবীই বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথার ঠিক রইল না। একদিন বললেন—বিপদ আসচে তোমার, তৈরী হও । —কি বিপদ ? —তা বলবো না । —প্রাণ-সংশয়ের বিপদ ? —তা বলবো না । —তুমি অভয় দিলে বিপদ কিসের ? —আমি ঠেকাতে পারবো না । কেউ ঠেকাতে পারবে না। যা আসচে, তা আসবেই কথা থেটে গেল শীগগির, খুব বেশী দেরি হয়নি। তিন মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির । গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল, বোধ হয় বাঙালীই হবে, অল্প বয়েস, বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেল বসে থাকে—আর আপন মনে বিড় বিড় ক'রে বকে । আমার এ অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক অামায় গিয়ে খুজে বার করলে। ছেড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠছে—এই অবস্থায় নাকি আমায় ধরে । বাড়ি ধরে আনবার জন্তে টানাটানি, আমি কিছুতেই আসব না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি ক্ষিপ্ত, উন্মাদ । ওরা হয়তো আমায় আনতে পারত না-কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। —কি রকম ? —ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়ালঘরে আমার বেঁধে রেখেছিল । वि. ब्र. 8-> ० *