পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS ۵ বিভূতি-রচনাবলী তিনি ভয়ে ভয়ে যেন একবার আমার দিকে তাকিয়ে একখানা পাশের বেঞ্চে বসলেন । আনাড়ী লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হল। বললুম ঐ চেয়ারটায় বক্ষন না । তিনি প্রথমে বললেন, থাক্ থক্ । তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন । আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেজকাকাকে ডেকে দিতে। মেজকাকা উঠে এলেন, আমিও এলুম তার পিছু পিছ, আর এল বণ্ট, মিণ্ট, চাছ ও রেবা । মেজকাক বৈঠকখানায় ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোড় করে তাকে নমস্কার করলেন। মেজকাক বললেন, আপনি তো আজ সকালের কাগজে বিজ্ঞাপন দেখে আসছেন ? তিনি বললেন, হ্যা । মেজকাকা আবার বলতে অরম্ভ করলেন, এই পাচটি ছেলে-মেয়েকে পড়াতে হবে । রাতে তিন ঘণ্ট । মাইনে তো লিখেই দিয়েছি সাত টাকা । কামাই চলবে না। তিনি বললেন, না, কণমাই করবোই বা কেন ? মেজকাকা বললেন, তা আপনি থাকেন কোথায় ? —শ্ৰীনাথ দাস বুেনে । —আপনার নাম ? —শ্ৰীবিধুভূষণ চট্টোপাধ্যায়। —কন্দুর লেখাপড়া আছে ? —ম্যাটিক পাস । কথাটা শুনে মেজকাকা ঠোট কামড়াতে লাগলেন, টেবিলের ওপর বারকয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন। তারপর বললেন, আপনি ফোর্থ ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো ? ফোর্থ ক্লাসে পড়ি কেবল আমি। এদের দলের মধ্যে বয়সে সব চেয়ে বড়। আমার বুক গৰ্ব্বে ফুলে উঠল। আমি বিধু মাস্টারের মুথের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলুম। তিনি বললেন, তা আর পারব না কেন ? মেজকাকা বললেন, বেশ ভাল। সোমবার থেকে কাজে লাগবেন । সন্ধ্যা ছাঁটার সময় ঠিকমত আসবেন। তারপর আমাদের বললেন, ইনি তোদের নতুন মাস্টার, এনার কাছে মন দিয়ে পড়বি। বুঝলি ? তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক ছ’টার সময়ে। আমাদের সকলের নাম জিজ্ঞেস করলেন—আমাদের বইগুলো উলটে পালটে দেখলেন—বেশীক্ষণ দেখলেন আমার ইংরিজি বইখানা । বললেন, বেশ শক্ত বই পড়ানো হয় তো । র্তার কথা শুনে আমার কি আনন্দই না হল ! আমি বললুম, আমাদের আবার ইংরিজি ফিজিকস, কেমিস্ট্র পড়ানো হয়। তিনি অবাক হয়ে গেলেন, বললেন, তাই নাকি ? আমি তাকে আমাদের সায়েন্স বইখানা এনে দেখালুম। তিনি বললেন, কি পড়া হয়েছে ? —প্রপারটিস অব, এয়ার আর ব্যারোমিটার। আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন আর আমি খুব কৌতুক বোধ করলুম। তিনি তখন রেবাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি খুকি ? রেবা লজ্জায় মুখ নীচু করে রইল। নতুন লোক দেখলে ওর ঐ রকম লজ্জা। আমি বললুম, বল না রে কি নাম ?