পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্নর দল o సిరి) সবাই খানিকক্ষণ চুপ করে দাড়িয়ে রইল। শান্তি প্রথমে সে নীরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বল্লে—ছিরদ, রেকর্ডখানা অার একবার দেবে! পরক্ষণেই একটি অতি সুপরিচিত, পরমপ্রিয়, সুললিত কণ্ঠের দরদ-ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ-বাতাস, স্তন্ধ জ্যোৎস্নারাত্রিটা ছেয়ে গেল। মানুষের মনের কি ভুলই যে হয় ! অল্পক্ষণের জন্তে শাস্তির মনে হোল তার কুমারী জীবনের মুখের দিনগুলি আবার ফিরে এসেছে, যেন বৌদিদি মরেনি, কিন্নরের দল ভেঙে যায়নি, সব বজায় আছে । এষ্ট তে সামনে আসছে পূজে, আবার মহাষ্টমীতে তাদের থিয়েটার হবে, বৌদিদি গান গাইবে । গান থামিয়ে ওর দিকে চেয়ে হাসি হাসি মুখে বলবে—কেমন শাস্তি ঠাকুরবি, কেমন লাগলো!